চন্দনাইশের বরমায় মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরি এলাকায় ৭ বছরের শিশু ও মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা কলিম উল্লাহ (২০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় শনিবার (২ এপ্রিল) রাতে শিশুটির পিতা আবদুল আলিম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার শিক্ষক মাওলানা কলিম উল্লাহ বাঁশখালী থানার সরল ইউনিয়নে বর বাজার বাড়ি এলাকার মো. জসিম হোসেনের ছেলে। সে ৫নং বরমা ইউনিয়নে বরমা সিরাজুন্নবি মাদ্রাসার শিক্ষক।
এ ব্যাপারে শিশুর পিতা আবদুল আলিম জানান, আমার ছেলে বরমা সিরাজুন্নবি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে। গত রাতে মাদ্রাসার শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে তার চিৎকার শুনে আশপাশের ছাত্র-শিক্ষকরা এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে বাসার রুমের বাইরে তালা মেরে চন্দনাইশ থানা পুলিশে খবর দেযো হয়। থানা পুলিশ খবর পেয়ে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মাদ্রাসাশিক্ষক কলিম উল্লাহ জানিয়েছেন, আমি শয়তানের কবলে পড়ে এ ধরনের কাজ করেছি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, শিশুকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা কলিম উল্লাহ ঘটনার বিষয়টি স্বীকার করেছ।
এমএসএম / জামান