ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে অর্ধশত বছরের চলাচরের পথ বন্ধের অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ৪:৩৭

চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে মর্মে অভিযোগ উঠেছে। রেবাবার (৩ এপ্রিল) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুণাগরি এলাকায় অর্ধশত বছরের পুরনো চলাচলের পথে গাছের গুঁড়ির বস্তা, গ্লাস ভাঙ্গাসহ বিভিন্ন আবর্জনা ফেলে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘ পুরনো চলাচলের বন্ধ করে দেয়ার ফলে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে রাখাল নাথ, গিয়াস উদ্দিন, রেজাউল করিম চৌধুরীর কয়েকটি ভাড়াটিয়া পরিবারসহ ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন। তাছাড়া ওই এলাকার অধিকাংশ মানুষ চলাচলের একমাত্র বিকল্প পথও এটি। কিন্তু এই পথটি স্থানীয় দেবেন্দ্রনাথের ছেলে প্রভাবশালী নারায়ণ নাথ ও সুবল নাথ প্রভাব খাটিয়ে গাছের গুঁড়িভর্তি বস্তা, ভাঙ্গা গ্লাসসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে বন্ধ করে দেয়ায় অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২২ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম চৌধুরী জানান, দীর্ঘ ৫০ বছরের পথটি এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষের যাতায়াতের একমাত্র বিকল্প পথ। এটি নতুন কোনো পথ নয়। প্রায় অর্ধশত বছরের পুরনো যাতায়াতের পথটিতে গাছের গুঁড়িভর্তি বস্তা ও বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলে পথটি বন্ধ করে দিয়েছে প্রভাবশালী সুবাল নাথ ও নারায়ণ নাথ।

এ সময় তারা আরো বলেন, এই এলাকায় বসবাসরত মানুষের ৫০ বছরের যাতায়াতের পথটি বন্ধ করে দেয়ার ফলে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এক ধরনের গৃহবন্দি হয়ে পড়েছেনে। তাই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণ নাথের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ তালুকদার বলেন, যাতায়াতের পথটি নতুন কোনো পথ নয়। তাই উভয়পক্ষের বিরোধ মীমাংসা করার জন্যে দেবেন্দ্রনাথের ছেলে নারায়ণ নাথের সাথে বৈঠক করেছিলাম। ওই সময় স্থানীয়ভাবে বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করা হয়। এমনকি চলাচলের পথের সীমানা কতটুকু এবং নারায়ণ গংদের জায়গার সীমানা কোথায় তাও নির্ধারণ করে উভয়পক্ষের মধ্যে সমাধান করে দেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আবারো যাতায়াতের পথটি নারায়ণ নাথ ও সুবাল নাথরা কেন বন্ধ করে দিয়েছে তা জানেন না বলে জানান মেম্বার ফিরোজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী বলেন, কালীপুরে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার বিষয়ে সুবাল নাথ ও নারায়ণ নাথ নামে দুই ব্যক্তিরর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষকে উপস্থিত হওয়ার নির্দেশে দিয়ে নোটিস প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে এফএনবি এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ

বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন