ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে অর্ধশত বছরের চলাচরের পথ বন্ধের অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ৪:৩৭

চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে মর্মে অভিযোগ উঠেছে। রেবাবার (৩ এপ্রিল) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুণাগরি এলাকায় অর্ধশত বছরের পুরনো চলাচলের পথে গাছের গুঁড়ির বস্তা, গ্লাস ভাঙ্গাসহ বিভিন্ন আবর্জনা ফেলে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘ পুরনো চলাচলের বন্ধ করে দেয়ার ফলে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে রাখাল নাথ, গিয়াস উদ্দিন, রেজাউল করিম চৌধুরীর কয়েকটি ভাড়াটিয়া পরিবারসহ ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন। তাছাড়া ওই এলাকার অধিকাংশ মানুষ চলাচলের একমাত্র বিকল্প পথও এটি। কিন্তু এই পথটি স্থানীয় দেবেন্দ্রনাথের ছেলে প্রভাবশালী নারায়ণ নাথ ও সুবল নাথ প্রভাব খাটিয়ে গাছের গুঁড়িভর্তি বস্তা, ভাঙ্গা গ্লাসসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে বন্ধ করে দেয়ায় অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২২ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম চৌধুরী জানান, দীর্ঘ ৫০ বছরের পথটি এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষের যাতায়াতের একমাত্র বিকল্প পথ। এটি নতুন কোনো পথ নয়। প্রায় অর্ধশত বছরের পুরনো যাতায়াতের পথটিতে গাছের গুঁড়িভর্তি বস্তা ও বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলে পথটি বন্ধ করে দিয়েছে প্রভাবশালী সুবাল নাথ ও নারায়ণ নাথ।

এ সময় তারা আরো বলেন, এই এলাকায় বসবাসরত মানুষের ৫০ বছরের যাতায়াতের পথটি বন্ধ করে দেয়ার ফলে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এক ধরনের গৃহবন্দি হয়ে পড়েছেনে। তাই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণ নাথের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ তালুকদার বলেন, যাতায়াতের পথটি নতুন কোনো পথ নয়। তাই উভয়পক্ষের বিরোধ মীমাংসা করার জন্যে দেবেন্দ্রনাথের ছেলে নারায়ণ নাথের সাথে বৈঠক করেছিলাম। ওই সময় স্থানীয়ভাবে বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করা হয়। এমনকি চলাচলের পথের সীমানা কতটুকু এবং নারায়ণ গংদের জায়গার সীমানা কোথায় তাও নির্ধারণ করে উভয়পক্ষের মধ্যে সমাধান করে দেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আবারো যাতায়াতের পথটি নারায়ণ নাথ ও সুবাল নাথরা কেন বন্ধ করে দিয়েছে তা জানেন না বলে জানান মেম্বার ফিরোজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী বলেন, কালীপুরে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার বিষয়ে সুবাল নাথ ও নারায়ণ নাথ নামে দুই ব্যক্তিরর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষকে উপস্থিত হওয়ার নির্দেশে দিয়ে নোটিস প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত