বাঁশখালীতে অর্ধশত বছরের চলাচরের পথ বন্ধের অভিযোগ
![](/storage/2022/April/laTjt60BnaQktPINJ8vkVsfukIe54L1vSp9c9Yax.jpg)
চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে মর্মে অভিযোগ উঠেছে। রেবাবার (৩ এপ্রিল) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুণাগরি এলাকায় অর্ধশত বছরের পুরনো চলাচলের পথে গাছের গুঁড়ির বস্তা, গ্লাস ভাঙ্গাসহ বিভিন্ন আবর্জনা ফেলে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ পুরনো চলাচলের বন্ধ করে দেয়ার ফলে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে রাখাল নাথ, গিয়াস উদ্দিন, রেজাউল করিম চৌধুরীর কয়েকটি ভাড়াটিয়া পরিবারসহ ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন। তাছাড়া ওই এলাকার অধিকাংশ মানুষ চলাচলের একমাত্র বিকল্প পথও এটি। কিন্তু এই পথটি স্থানীয় দেবেন্দ্রনাথের ছেলে প্রভাবশালী নারায়ণ নাথ ও সুবল নাথ প্রভাব খাটিয়ে গাছের গুঁড়িভর্তি বস্তা, ভাঙ্গা গ্লাসসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে বন্ধ করে দেয়ায় অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২২ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের রাখাল নাথ ও রেজাউল করিম চৌধুরী জানান, দীর্ঘ ৫০ বছরের পথটি এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষের যাতায়াতের একমাত্র বিকল্প পথ। এটি নতুন কোনো পথ নয়। প্রায় অর্ধশত বছরের পুরনো যাতায়াতের পথটিতে গাছের গুঁড়িভর্তি বস্তা ও বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলে পথটি বন্ধ করে দিয়েছে প্রভাবশালী সুবাল নাথ ও নারায়ণ নাথ।
এ সময় তারা আরো বলেন, এই এলাকায় বসবাসরত মানুষের ৫০ বছরের যাতায়াতের পথটি বন্ধ করে দেয়ার ফলে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এক ধরনের গৃহবন্দি হয়ে পড়েছেনে। তাই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সুবল নাথ ও নারায়ণ নাথের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।
এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ তালুকদার বলেন, যাতায়াতের পথটি নতুন কোনো পথ নয়। তাই উভয়পক্ষের বিরোধ মীমাংসা করার জন্যে দেবেন্দ্রনাথের ছেলে নারায়ণ নাথের সাথে বৈঠক করেছিলাম। ওই সময় স্থানীয়ভাবে বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করা হয়। এমনকি চলাচলের পথের সীমানা কতটুকু এবং নারায়ণ গংদের জায়গার সীমানা কোথায় তাও নির্ধারণ করে উভয়পক্ষের মধ্যে সমাধান করে দেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আবারো যাতায়াতের পথটি নারায়ণ নাথ ও সুবাল নাথরা কেন বন্ধ করে দিয়েছে তা জানেন না বলে জানান মেম্বার ফিরোজ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী বলেন, কালীপুরে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার বিষয়ে সুবাল নাথ ও নারায়ণ নাথ নামে দুই ব্যক্তিরর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষকে উপস্থিত হওয়ার নির্দেশে দিয়ে নোটিস প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
![](/storage/2025/February/nIKFlzFQAWxtZjUqEE6JuUmHCUFoYp9nLQQZrfNQ.jpg)
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
![](/storage/2025/February/QOJj9rgHCS8FmIrXcOxCSjTiV4xiWzEMSYkLkdDR.jpg)
নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
![](/storage/2025/February/FrEtnSUC7VUZJilGaP7ycKUZgZVyqzSxgknZmgVP.jpg)
বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন
![](/storage/2025/February/Zjq0MJMQpzv9Nk5gHtn2tzFJfGX19HrgZ9y6VAA8.jpg)
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম
![](/storage/2025/February/NRJ4vg1paP9XscGRDodDRdzIpKm9MlfDtHZINmJh.jpg)
দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![](/storage/2025/February/DKzQH0mvEagnuZlL5LkxMIxJLDdbSpgN7u8fpjbZ.jpg)
আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](/storage/2025/February/xX6lgmhSL1T2BPrVIu3FaobTmMOCJ4l7RHZkT67t.jpg)
এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন
![](/storage/2025/February/PiY2wZlKj8dHk8qwQyqyqiRVjSPRoJ9JpD5eBVXS.jpg)
বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার
![](/storage/2025/February/OEjeTgXmVQtBonlJZEg7vgiLrwOvvBZOeazbSQoL.jpg)
অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ
![](/storage/2025/February/2SG8VtpHjKiLsEqFClhXMnZyv8xWtSzTwA9b7rox.jpg)
ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি
![](/storage/2025/February/WqSEQXHT8FQ4qQDrrpLaIK6GWIjNkOaZLjiz9cWQ.jpg)
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার
![](/storage/2025/February/nUDfthQJmTEm6r8crNdLAwNslRdrQ1dMeqlFRDWK.jpg)
মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর
![](/storage/2025/February/uabXsSXMs9I2Q0AdXamZ06i3MJ3Gmr0CnT7VqXaI.jpg)