ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

হালিশহরে ওয়াসার প্রথম "স্যুয়ারেজ" প্রকল্পের কাজ শুরু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১:৫৪

১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম ওয়াসা  নগরীতে শুধু পানি সরবরাহ করেছে কিন্তু স্যুয়ারেজ বা পয়ঃনিষ্কাশন প্রকল্প গ্রহণ করতে পারেনি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ওয়াসা কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে স্যুয়ারেজ বা পয়ঃনিষ্কাশনের প্রথম এই প্রকল্পটি ওয়াসার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে। নগরীর হালিশহরে মাটি ভরাটের মাধ্যমে শুরু হয়েছে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ। ঠিকাদার সংস্থা দক্ষিণ কোরিয়ার তায়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। প্রথম পর্যায়ে হালিশহরে অধিগ্রহণকৃত ভূমির মধ্যে ৫৪ হেক্টর জায়গা তিন মিটার উচ্চতায় ভরাট করা হচ্ছে। এটির ভরাট শেষ হলে পর্যায়ক্রমে অন্যান্য কাজগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন শেষ হলে এটিই হবে ওয়াসার প্রথম স্যুয়ারেজ প্রকল্প। ওয়াসার প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর হালিশহরে চট্টগ্রাম ওয়াসার ১৬৩ একর জায়গাতে পয়ঃনিষ্কাশন প্রকল্প স্থাপন করা হচ্ছে। প্রকল্পের অধীনে মোট ২০০ কিলোমিটার পাইপলাইন স্থাপন ও ২৮ হাজার সার্ভিস কালেকশন দেওয়া হবে। যার মাধ্যমে বাসাবাড়ির পয়ঃবর্জ্য সংগ্রহ করে পরিশোধনের পর তার পানি সাগরে ফেলে দেওয়া হবে। অবশিষ্ট কঠিন বর্জ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি হবে। এর জন্য তৈরি হবে দিনে এক লাখ ঘনমিটার ধারণ ক্ষমতার একটি পয়ঃশোধনাগার এবং দৈনিক ৩০০ ঘনমিটার ধারণ ক্ষমতার একটি ফিকেল কাজ শোধনাগার।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘হালিশহরে অধিগ্রহণকৃত ভূমির মধ্যে প্রথম পর্যায়ে ৫৪ হেক্টর জায়গা তিন মিটার উচ্চতায় ভরাট করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কাজ শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘দক্ষিণ কোরিয়ার তায়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে।
ওয়াসা সূত্র জানায়, ৩ হাজার ৮০৮ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে চট্টগ্রাম শহরে এটিই হবে স্যুয়ারেজের ওপর ওয়াসার প্রথম প্রকল্প। বাংলাদেশ সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের পর নগরীর ২০ লাখ মানুষ স্যুয়ারেজের আওতায় আসবে বলে জানিয়েছেন ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘ওয়াসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে ‘স্যুয়ারেজ প্রকল্প’ এটির পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে মালয়েশিয়ান এরিঙ্কো কোম্পানি। প্রতিষ্ঠানটি কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর প্রকল্পের কাজ স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে বিলম্ব হয়। বর্তমানে প্রকল্পের কাজ শুরু করেছে ঠিকাদার।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা