ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাভার হাইওয়ে পুলিশের জরিমানার টাকা দিতে না পেরে রিকসাচালকের আত্মহত্যা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ৪:১৮

ঢাকার সাভার হাইওয়ে পুলিশকে জরিমানার টাকা দিয়ে উপার্জনের একমাত্র মাধ্যম রিকসা ছাড়াতে না পেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, ওই যুবকের রিকসা হাইওয়ে থানা পুলিশ নেয়নি। রিকসাটি চুরি হয়ে যেতে পারে। এছাড়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ায় এবং তার রিকসাটি হারিয়ে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। সাভার পৌরসভার জালেশ্বর এলাকার ভাড়া বাসার কক্ষ থেকে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ওই যুবক (৩০) নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে।

প্রতিবেশী মো. শাহীন বলেন, ছেলেটি গরিব, রিকসা চালিয়ে খায়। আগেও একবার ওর রিকসা পুলিশ ধরে ৩ হাজার টাকা জরিমানা করছিল। এখনো শুনেছি পুলিশ ধরেছে। কিন্তু জরিমানার টাকা দিতে না পারায় পুলিশ রিকসাটা থানায় নিয়ে গেছে। হাইওয়ে পুলিশে খবর নিলে তারা থানায় রিকসা নেয়নি বলে জানিয়েছে। কিন্তু নাজমুল বলেছে, পুলিশ থানায় নিয়েছে। ৩ হাজার টাকা লাগবে রিকসা ছাড়িয়ে আনতে। এই টাকা ম্যানেজ করতে না পেরেই নাজমুল আত্মহত্যা করেছে।

নাজমুলের স্ত্রী নাজমা বলেন, ওর রিকসা নাকি রেডিও কলোনি থেকে পুলিশে ধরেছে। শ্বশুরের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে গ্যারেজ মালিকের কাছে গেছি। উনি বলেছেন পুলিশ ধরলে নাজমুলকে ছাড়া রিকসা দেবে না। এ কারণে আবার বাসায় ওকে নিতে এসে দেখি ঘরের ছিটকিনি আটকানো। ঘরের ফাঁক দিয়ে দেখি ও আত্মহত্যা করেছে। টাকা জোগাড় করতে না পেরেই চিন্তায় আমার স্বামী আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকসা ও ভ্যানচালকদের ওপর সাভারে অত্যাচারের শেষ নেই। কখনো দুর্বৃত্তরা যাত্রীবেশে অসহায় চালককে হত্যা অথবা জখম করে রিকসা নিয়ে পালিয়ে যাচ্ছে, আবার রাস্তায় বের হলেই হাইওয়ে পুলিশের চাঁদাবাজি। র‌্যাকার বিলের নামে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে। যারা দিতে পারে না তাদের রিকসা হাইওয়ে থানায় নিয়ে বছরের পর বছর ফেলে রেখে নষ্ট করা হচ্ছে। আবার অনেক সময় দালালরা মোটা অঙ্কের টাকা নিয়ে রাতের আঁধারে রিকসা হাইওয়ে থানা থেকে বের করে বিক্রি করছে কিংবা মালিককে দিচ্ছে। আমরা অসহায় দেখেই সর্বক্ষণ এমন নিপীড়নের শিকার হচ্ছি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছি। ফ্যানের সঙ্গে একটি কাপড় পেঁচিয়ে রশির মতো বানিয়ে সেটিতে ফাঁস লাগিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি বিষ খেয়েছিলেন। উত্তেজিত হয়ে তিনি হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন। তার রিকসা হয়তো চোরে নিয়ে গেছে। কারণ, হাইওয়ে পুলিশ রিকসা নেয়নি বলে জেনেছি।

কিন্তু তিনি বাসায় এসে বলেছেন পুলিশ নিয়েছে রিকসা। পরে তার বউ বলেছেন, চলো পুলিশের কাছে যাই, কিন্তু তিনি যাননি। এ বিষয়ে এসআই আব্দুল হক বলেন, এ ঘটনায় তার স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার রেডিও কলোনি থেকে এমন কোনো রিকসা আটক করিনি। আর রিকসার জরিমানা ৩০০০ হাজার নয়, ২৪০০ টাকা। সেটি থানায় নয়, ইউক্যাশ থেকে দিতে হয়।

এমএসএম / জামান

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের