টাঙ্গাইলে দৃষ্টিপ্রতিবন্ধীকে ঘর উপহার দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার

টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেয়েছেন অন্তত এক হাজারের বেশি পরিবার। সরকারি ব্যবস্থাপনা ছাড়াও টাঙ্গাইলে ব্যক্তিগত অর্থায়নে নিজ উদ্যোগে ঘর নির্মাণ করে দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। এমন উদ্যোগের জন্য তিনি প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিত্তবানদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইন্যা ইউনিয়নের চরফতেপুর খোশালিয়া গ্রামের ৬৫ বছরের দৃষ্টিপ্রতিবন্ধী এলাহী মোল্লাকে নিজস্ব অর্থায়নে ঘর উপহার দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। এ বিষয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা হুবহুব তুলে ধরা হলো-
‘আমার নির্বাচনী এলাকা তোরাবগঞ্জ ব্রিজের পাশে এই ভদ্রলোক প্রতিদিন বসে থাকেন। উনার সাথে আমার প্রথম পরিচয় হয় করোনার প্রথম ওয়েবের সময়, যখন সারাদেশে নজিরবিহীন লকডাউন চলছে, মানুষজন সবাই ভীতসন্ত্রস্ত হয়ে ঘরের মাধ্যে বসে আছে। তখন আমি আমার সাধ্যমতো ব্যক্তিগত অর্থায়নে ত্রাণসামগ্রী নিয়ে সদরের বিভিন্ন ইউনিয়নে ছুটে যাচ্ছি, ঠিক ওই সময়টাতে প্রায়ই দেখতাম এই ভদ্রলোক ব্রিজের এক পাশে নির্লিপ্তভাবে বসে থাকতেন। উনার এই একা একা বসে থাকা আমাকে অনেক কষ্ট দিত, তাই একদিন ওনার কাছে যাই, কথা বলি আর আমার কাছে থাকা খাদ্যসামগ্রীর একটা প্যাকেট দেই। এরপর থেকেই মনে হতো এই ভদ্রলোকের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম। হঠাৎ একদিন মনে হলো মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে যদি এই ভদ্রলোককে নিজ অর্থায়নে একটি বাড়ি করে দেই তাহলে হয়তোবা এই প্রকল্পের সাথে একবিন্দু হলেও আমি নিজেকে সম্পৃক্ত করতে পারব। এতেই আমার জীবনের সার্থকতা আসবে। গত ২০ জুন উনার ঘরসহ ১১৩০টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। উনি ওনার পরিবারসহ নতুন বাড়িতে উঠে গেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি উনি যাতে উনার পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন আমিন।‘
এমন মহতী কাজের ভুসয়ী প্রসংশা করেছেন এলাকার সুধীজন। তারা বলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার একজন দানশীল মানুষ। মহামারী করোনার শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে চর এলাকার অসহায় মানুষের জন্য সহযোগিতার দ্বার উন্মুক্ত রেখেছেন। এবার নিজ অর্থায়নে বৃদ্ধ এক প্রতিবন্ধীকে ঘর উপহার দিয়ে এলাকায় সাধারণ মানুষের মনের ভেতর জায়গা করে নিয়েছেন।
ঘর পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক এলাহী বলেন, করোনার সময় ভিক্ষার টাকা খুব একটা পাই না, খুব কষ্টে দিন কাটছিল। হঠাৎ একদিন কোথা থেকে ফেরেশতার মতো একজন এলেন, আমাকে এক বস্তা খাদ্যসামগ্রী দিলেন এবং বললেন- বাবা দেখি আপনার জন্য কিছু করতে পারি কি-না। তিনি আমাকে একটি ঘর উপহার দিয়েছেন। শেষ বয়সে ঘর পেয়ে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারকে হাজার বছরের আয়ু দান করেন।
এ বিষয়ে দ্যাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু বলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার তার নিজস্ব অর্থায়নে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক এলাহী মিয়াকে ঘর উপহার দেয়ার বিষয়টি আমি জানি। এমন উদ্যোগে আমার ইউনিয়নবাসীর সাথে আমি নিজেও খুব খুশি হয়েছি।
সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন বলেন, সবাই যদি ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো এভাবেই তার চারপাশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ায়, তাহলে সমাজটা আরো সুন্দর ও সমৃদ্ধ হতো।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied