হাটহাজারীতে সেগুন কাঠ জব্দ
চট্টগ্রামের হাটহাজারী রেঞ্জের আওয়াতাধীন শোভনছড়ি লেমুয়া এলাকায় অবৈধভাবে পাচারের সময় ৩০ টুকরা (৪৩.২৫ ঘনফুট) চেরাইকৃত সেগুন গোল কাঠসহ জীপগাড়ি জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। শুক্রবার (৮ এপ্রিল) ভোরে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর নেতৃত্বে এ কাঠ জব্দ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোভনছড়ি বিট এলাকার মাইজ্জা মিয়ার দ্বারা প্রকাশ লেমুয়া এলাকায় ২০০৩-০৪ সালের সেগুন বাগান হতে ৩০ টুকরা (৪৩.২৫ ঘনফুট) সেগুন গোল চেরাইকৃত কাঠবোঝাই জীপগাড়ি (চট্টগ্রাম ক-৩৭১)-সহ জব্দ করে বন বিভাগের চেকপোস্টে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত কাছে আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এ সময় মন্দাকিনি বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, ফরেস্টার মনিরুল হোসেন অভিযানে সহযোগিতা করেন।
এমএসএম / জামান