ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দেবীগঞ্জের জাহানারা হত্যার তদন্ত প্রতিবেদন ১৪ মাসেও আদালতে যায়নি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৪-২০২২ বিকাল ৫:২০
হত্যাকাণ্ডের ১৪ মাস পার হলেও এখনো আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। হত্যার শিকার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের হাছেন আলীর মেয়ে জাহানারা বেগম একই উপজেলার খারিজা ভাজনী ছিটমহলের কামাতপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের সাথে বিয়ে হয়। তার দুটি পুত্রসন্তান রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন মোজাফ্ফর ও ফনি ভূষণ দেবকে আটক করেছিল দেবীগঞ্জ থানা পুলিশ।
 
তবে ভিকটিমের স্বামী আব্দুর রাজ্জাক মোটা অংকের টাকার বিনিময়ে হত্যায় জড়িত নয় বলে এফিডেভিট করে দেন। পরে জামিনে বের হয়ে আসে আটককৃতরা। হত্যাকাণ্ডের বিযয়ে আপসের জন্য টাকার বিনিময়ে ভিকটিমের স্বামী আব্দুর রাজ্জাকের সাথে সন্দেহভাজন আসামিদের আপসের পর তৎকালীন তদন্ত কর্মকর্তাও তদন্তে রহস্যজনক আচরণ শুরু করেন।
 
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকার সফিয়ার রহমান বঙ্কু ও বুলেট পলাতক রয়েছেন। দীর্ঘদিনেও পুলিশ তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ন্যায়বিচারের আশা হারাচ্ছে বাদী।  
 
মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, জামিনপ্রাপ্ত আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন দিয়েছি। বাকি দুই আসামিকে ধরার অনুসন্ধান চলছে। 
 
এর আগে জাহানারার বাবা হাছেন আলী বাদী হয়ে ১৫ মার্চ ২০২১ সালে দেবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, জাহানারা এলজিইডির মাটিকাটা শ্রমিক হিসেবে কাজ করত। ১৪ মার্চ রাতে সন্তানদের খাবার দিয়ে বাইরে গেলে গভীর রাত হলেও বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৫ মার্চ সকাল সাড়ে ৭টায় স্থানীয়রা দেখেন জাহানারা বাড়ির পাশেই বাঁশবাগানে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো রয়েছে। বাদীর ধারণা, রাতের যে কোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যার পর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মৃতদেহ উল্লিখিত স্থানে গলায় রশি দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। 
 
সরেজমিন দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনি, কামাত পাড়ায় স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জাহানারা বেগমের কিছু টাকা ছিল, সেটা প্রতিবেশি সফিয়ার রহমান বঙ্কু ও মোজাফফর হোসেনের মাধ্যমে লেনদেন করতেন। এতে কিছু লাভ নিতেন তিনি।
 
প্রতিবেশী আনসার ভিডিপির সদস্য আমিনা বেগম জানান, পুলিশের উপস্থিতিতে আমি লাশ নামানোর পর মৃতদেহ চেক করি, তাতে যৌনাঙ্গ ফুলা সহ গলা ও শরীরের বিভিন্ন জায়গায় দাগ ছিল এবং মাথার চুল বাঁধানো কাকড়া ক্লীপ ভাংগা অবস্থায় মাথার বিভিন্ন স্থানে ঢুকানো ছিল। 
 
ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট বাংলাদেশ পুলিশ সিআইডি প্রতিবেদনে ভিকটিমের পরনের কাপড়ে পুরুষের বীর্যের উপাদান সনাক্ত হয়েছে। ঘটনার পর থেকে পলাতক, সফিয়ার রহমান বঙ্কু ও তার বাবা আজিজার রহমানের মুঠোফোনে কথোপকথনের একটা ওডিও ক্লিপস দৈনিক সকালের সময়ের হাতে রয়েছে। ওই ক্লিপসে ঘটনার সাথে জরিত  মোজাফফর, ফনি ভুষন দেব সিংহ রয়েছে বলে স্বীকার করেন সফিয়ার রহমান বঙ্কু। 
 
জাহানারার বাবা হাছেন আলী জানান, তার মেয়েকে যারা নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তিনি আরও জানান, পলাতক বুলেট কিছু দিন আগে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করেছিল, পুলিশকে জানানোর পরেও পুলিশ বুলেট কে আটক করেনি। পুলিশের পক্ষ থেকে তাকে বিষয়টি আপোষ করারও কথা বলা হয়েছে।
 
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন, এ বিষয়ে বলেন ৪-৫ মাস আগে মামলা সিআইডির কাছে তদন্তভার হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প