এক পিআইসি চার জায়গায় বিক্রি, পিআইসি সভাপতির অস্বীকার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদীর পানি শুক্রবার বিকেল ৩টার দিকে বিপদসীমার প্রায় ১ ফুটের (২১ সে.মি.) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই নদীর খালিয়াজুরী বাজার পয়েন্টে বিপদসীমা ৪ দশমিক ১৫ মি.। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হয়। এরপর গত তিন দিনে কমতে কমতে বিপদসীমার নিচে ৩.৯৪ মি. দিয়ে ধনু নদীর পানি প্রবাহিত হচ্ছে। বাঁধ রক্ষায় হাওরবাসীর কেটেছে নির্ঘুম রাত এবং স্বেচ্ছাশ্রম। তবে পানি কমতে থাকলেও তাদের শঙ্কা এখনো কাটেনি। গত ৭-৮ দিনে পাহাড়ি ঢলে পানির চাপ ও বাতাসের ঢেউ কীর্তনখোলা বাঁধের তিন জায়গায় দেখা দিয়েছে ধস ও ফাটল।
স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়ম ও বাঁধের জন্য গঠিত পিআইসি চারবার বিক্রি করা হয়েছে। এরমধ্যে কৃষকরা তাদের ধান কাটতে শুরু করেছেন।
বাঁধ এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বাঁধের দুই পাশের গোড়া থেকে ভেকু দিয়ে মাটি তোলায় খালের মতো নালার সৃষ্টি হয়ে বাঁধ দুর্বল হয়েছে। পানির চাপ কমায় বাঁধের গোড়ার মাটি ধসে সেই নালায় মাটি পড়ে বাঁধের তিন স্থানে দেখা দিয়েছে ধস ও ফাটল। বাঁধ নির্মাণে সরকার যে পরিমাণ বরাদ্দ দেয়, সে পরিমাণ মাটি কাটে না। বাঁধ যে মাপের হওয়ার কথা, সে মাপ অনুযায়ী হয় না। কীর্তনখোলা বাঁধ ভাঙলে ক্ষতি শুধু খালিয়াজুরীবাসীর না, সুনামগঞ্জের শাল্লা ও দিরাই, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জের ইটনাসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার হেক্টরের ধান তলিয়ে যাবে।
এলাকায় জনশ্রুতি আছে, পিআইসি নং-৬ (কীর্তনখোলা বাঁধের একাংশ) খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায় বিক্রি করেন হুসেন আহম্মদের কাছে, হুসেন আহম্মদ বিক্রি করেন মদনের মুজিবুর রহমানের কাছে এবং মুজিবুর রহমান বিক্রি করেন তার ভাগ্নে নুরুজ্জামানের কাছে।
খালিয়াজুরী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঞ্জন সরকার জানান, ২০১৬-১৭ সালে ফসল তলিয়ে যাওয়ার পর সরকার আমাদের ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে। এর পরের বছর থেকে নতুন আইন করেছে- কৃষকরা বেড়িবাঁধ রক্ষা করবে। আজ পর্যন্ত কোনো কৃষক পিআইসি বা বাঁধ রক্ষার কোনো দায়িত্বে নেই। এক নম্বরে অবহেলা করেছে প্রশাসন এই কাজটায়। কারণ, কৃষকদের দেয়ার কথা, কোন পিআইসিতে কৃষক নেই। বিভিন্ন জায়গা থেকে নেতারা এসে পিআইসিতে ঢুকে পড়ে। তারা ফাল্গুন মাসে আসে। ২০ লাখ টাকার কাজ ৫ লাখ টাকার মাটি কাটিয়ে নাকে তেল দিয়ে বাড়িতে বসে থাকে।
নিহারেন্দু রায় দেব পিআইসি বিক্রি কথা অস্বীকার করে বলেন, যেহেতু রাজনীতি করি, আমার সাথে স্থানীয় অনেকের শত্রুতা আছে,তারা অনেক কথা বলতে পারে। আমি নিজে পিআইসি, নিজে থাইক্যা কাজ করাইতেছি। আমার ড্রাম ট্রাক ও ভেকুও নাই। লোক দিয়ে কাজ করাইয়াছি। এপর্যন্ত ৩০ শতাংশ বিল নিয়েছি।
খালিয়াজুরীর ইউএনও এএইচএম আরিফুল ইসলাম জানান, এ উপজেলা ১২ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ৬০ শতাংশ কাটা হয়ে যাবে। পানি বিপদসীমার এক ফুট নিচে নামায় বাঁধের বাহিরে ডুবে যাওয়া ১২৩ হেক্টরের মধ্যে ২০ হেক্টরের ফসল জেগে ওঠেছে। এগুলো ভালই আছে। পিআইসি বিক্রির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। বিক্রি করা না করা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে কাজ বুঝে নেওয়া। পিআইসিকে আমরা বিল দেই জায়গা পরিদর্শন করে। তখন পিআইসি উপস্থিত থাকে। এটা নিশ্চিত করা আমাদের বিষয়। পিআইসি তাদের নিজেদের তো ভেকু নেই। তাদেরকে কারো না কারো মাধ্যমেই কাজ করাতে হবে। কিভাবে কাজ করাবে সেটা তাদের বিষয়। বাঁধ থেকে নূন্যতম ৩০ ফুট দূরত্ব বজায় রেখে মাটি কাটা দরকার। আামি এখানে যোগদানের আগেই অধিক লাভের আশায় হয়তো এ বাঁধের কাছ থেকে মাটি কেটে থাকতে পারে।
নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, কীর্তনখোলা বাঁধটি আগের করা। তবে এ বছর কীর্তনখোলা বাঁধ সংস্কারে ১ কোটি ১২ লক্ষ টাকার কাজ করা হয়েছে। সংস্কার কাজ না হলে এবার প্রথম ধাক্কায় বাঁধ ভেঙে যেত। পিআইসি হাতবদল বিষয়ে তিনি বলেন, এগুলো ভূল কথা। পিআইসি দেখেন ইউএনও।
এমএসএম / জামান
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা
দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন
মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ
বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.
বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক
Link Copied