টাঙ্গাইলে করোণা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন তৎপর থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। ফলে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। শপিংমল ও অন্যান্য দোকানপাট বন্ধ থাকলেও মানুষের চলাচল কমেনি। তারা স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলাচল করছে। নিষেধাজ্ঞা অমান্য করে শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে কিছু যাত্রীবাহী বাসকে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে অনেকেই হেঁটে মহাসড়ক বা বিভিন্ন পয়েন্টে গিয়ে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে যাতায়াত করছে। অনেককে মাস্ক ছাড়াও চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে শহরের লোকসমাগমের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে দেখা গেছে। এর আগে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় জনসাধারণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় সব ধরনের যানবাহন (যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকসা, ইজিবাইক, টেম্পো, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়াও বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে ক্রয়-বিক্রয় করা যাবে। জরুরি প্রয়োজন ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
এদিকে, শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ থাকলেও মানুষের চলাচল কমেনি। তারা স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলাচল করছে। নিষেধাজ্ঞা অমান্য করে শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে কিছু যাত্রীবাহী বাসকে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। অনেককে মাস্ক ছাড়াও চলাচল করতে দেখা গেছে।
দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, আমরা মানুষকে সচেতন করার জন্যই এ কঠোর বিধিনিষেধ দিয়েছি। বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা হয়েছে। তারা শহরে বাস চলাচল বন্ধ রাখবেন বলেছেন। এক সপ্তাহ মানুষের অবাধ চলাচল বন্ধ রাখতে পারলেই করোনা সংক্রমণ কমে যাবে।
গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে জেলায় আরো ১২১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো দুজনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।
এমএসএম / জামান
আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত
দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি
Link Copied