পত্নীতলায় গাঁজাসহ যুবক গ্রেফতার
নওগাঁর পত্নীতলা থানার কৃষ্ণপুর ইউনিয়নের মো. স্বপন ইসলামের বর্তমান ঠিকানা আখিরা পূর্বপাড়ার কাঁচা বসতবাড়ির ভেতরে অভিযান চালিয়ে ২.০৫ কেজি গাঁজাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড্রন কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. স্বপন ইসলামের বর্তমান ঠিকানা থানার আখিরা পূর্বপাড়ার কাঁচা বসতবাড়ির ভেতরে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান