নাচোলে হাজার বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামে অবস্থিত সার্বজনীন বাসন্তী মন্দিরে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পূজা বিসর্জনের মহাদশমীতে হাজারো লোকে উপস্থিত হন। পাঁচ দিনব্যাপী এই পূজার শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
টাকাহারা বাসন্তী মন্দিরের সভাপতি নটবর চন্দ্র বর্মণ বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী এই বাসন্তী পূজা। আমাদের বাপ-দাদার আমল থেকে অনেক আনন্দ-উল্লাস জাঁকজমকপূর্ণভাবে এই পূজা উদযাপন করা হয়। ৫ দিনব্যাপী এই বাসন্তী পূজা পালন করে অবশেষে মন্দিরের পাশের একটি পুকুরে বিসর্জন দেয়া হবে।
বাসন্তী মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা ঈশ্বর চন্দ্র বর্মণ বলেন, পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা। তবে অন্নদা নামেও তিনি পরিচিত। অন্ন কথার অর্থ হলো ধান আর পূর্ণা কথাটির অর্থ হলো পূর্ণ; অর্থাৎ যিনি অন্নদাত্রী। হিন্দু সম্প্রদায়ের মধ্যে শক্তির অপর রূপ হিসেবে বিরাজমান এই দেবী। দ্বিভূজা অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র ও অন্য হাতে হাতা থাকে দেবীর। এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে থাকেন শ্রী। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পূজার মতোই তান্ত্রিক মতে এই পূজো হয়ে থাকে।
টাকাহারা বাসন্তী পূজা মন্দির যুব সংগঠনের সভাপতি তপন কুমার বর্মণ জানান, সার্বজনীন এই বাসন্তী পূজাকে ঘিরে প্রতি বছর বিশাল মেলা বসে। পাঁচ দিনের এই মেলায় মিষ্টির দোকান, কাঠের আসবাবপত্র, ছোট বাচ্চাদের খেলার সামগ্রী, বিভিন্ন তৈজসপত্রসহ হরেক রকমের পণ্যের ছোট-বড় অনেক দোকান বসে থাকে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বাসন্তী পূজায় প্রতিমাকে ভক্তি করতে দর্শনার্থীদের বিশাল ভিড় জমে।
তিনি আরো বলেন, এ বছর বাসন্তী পূজা দেখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ এবং নওগাঁর নিয়ামতপুর হতে আসা ভক্তরা ব্যাপক ভিড় জমান।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য বাড়িতে বাড়িতে বাসন্তী পূজা পালন করা হয়েছিল। তবে এই বছর বহুল প্রাচীন ঐতিহ্যবাহী ও সার্বজনীন এই বাসন্তী পূজা ব্যাপক আনন্দ-উল্লাস ও জাঁকজমকপূর্ণতার মধ্যদিয়ে মন্দির কর্তৃপক্ষ পালন করতে সক্ষম হয়েছে।
এমএসএম / জামান
চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক
বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি
ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার
মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক
উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়
গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক
সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন
আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু
খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য
Link Copied