ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নাচোলে হাজার বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:১৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামে অবস্থিত সার্বজনীন বাসন্তী মন্দিরে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পূজা বিসর্জনের মহাদশমীতে হাজারো লোকে উপস্থিত হন। পাঁচ দিনব্যাপী এই পূজার শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
 
টাকাহারা বাসন্তী মন্দিরের সভাপতি নটবর চন্দ্র বর্মণ বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী এই বাসন্তী পূজা। আমাদের বাপ-দাদার আমল থেকে অনেক আনন্দ-উল্লাস জাঁকজমকপূর্ণভাবে এই পূজা উদযাপন করা হয়। ৫ দিনব্যাপী এই বাসন্তী পূজা পালন করে অবশেষে মন্দিরের পাশের একটি পুকুরে বিসর্জন দেয়া হবে।
 
বাসন্তী মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা ঈশ্বর চন্দ্র বর্মণ বলেন, পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা। তবে অন্নদা নামেও তিনি পরিচিত। অন্ন কথার অর্থ হলো ধান আর পূর্ণা কথাটির অর্থ হলো পূর্ণ; অর্থাৎ যিনি অন্নদাত্রী। হিন্দু সম্প্রদায়ের মধ্যে শক্তির অপর রূপ হিসেবে বিরাজমান এই দেবী। দ্বিভূজা অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র ও অন্য হাতে হাতা থাকে দেবীর। এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে থাকেন শ্রী। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পূজার মতোই তান্ত্রিক মতে এই পূজো হয়ে থাকে।
 
টাকাহারা বাসন্তী পূজা মন্দির যুব সংগঠনের সভাপতি তপন কুমার বর্মণ জানান, সার্বজনীন এই বাসন্তী পূজাকে ঘিরে প্রতি বছর বিশাল মেলা বসে। পাঁচ দিনের এই মেলায় মিষ্টির দোকান, কাঠের আসবাবপত্র, ছোট বাচ্চাদের খেলার সামগ্রী, বিভিন্ন তৈজসপত্রসহ হরেক রকমের পণ্যের ছোট-বড় অনেক দোকান বসে থাকে। গত  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বাসন্তী পূজায় প্রতিমাকে ভক্তি করতে দর্শনার্থীদের বিশাল ভিড় জমে।
 
তিনি আরো বলেন, এ বছর বাসন্তী পূজা দেখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ এবং নওগাঁর নিয়ামতপুর হতে আসা ভক্তরা ব্যাপক ভিড় জমান।
 
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য বাড়িতে বাড়িতে বাসন্তী পূজা পালন করা হয়েছিল। তবে এই বছর বহুল প্রাচীন ঐতিহ্যবাহী ও সার্বজনীন এই বাসন্তী পূজা ব্যাপক আনন্দ-উল্লাস ও জাঁকজমকপূর্ণতার মধ্যদিয়ে মন্দির কর্তৃপক্ষ পালন করতে সক্ষম হয়েছে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস