ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে ৬ ঘন্টা যাত্রী ভোগান্তির পর চালু হলো ট্রেন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-৪-২০২২ বিকাল ৫:৪১

বুধবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। সাড়ে ছয় ঘণ্টা যাত্র  ভোগান্তির পর সারা দেশের সাথে রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিল্কসিটি আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ যাত্রার মধ্য দিয়ে যাত্রীদের দীর্ঘ যাত্রাপালার অপেক্ষার অবসান ঘটেছে।কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সকাল থেকে ট্রেন বন্ধ থাকার ফলে টিকিট বিক্রির প্রায় ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে রাজশাহী রেলওয়ে বুকিং অফিস বলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম।

তিনি বলেন, সকালে ৯টি ট্রেন রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাত্রা করার কথা ছিল। কিন্তু এসব ট্রেনের লোকোমাস্টাররা (ট্রেন চালকরা) আকস্মিকভাবেই কর্মবিরতি বা ধর্মঘটে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়। এখন যেহেতু ট্রেন যাত্রা শুরু হয়েছে ইচ্ছে করলে নতুন করে ট্রেনের টিকিট কেটে যাত্রীরা গন্তব্যে আবার যেতে পারবে।

এদিকে, রেল সূত্রে জানা গেছে, লোকো মাস্টার, গার্ড, টিটিইসহ যারা ট্রেনে দায়িত্ব পালন করেন তাদের মাইলেজের অর্থের দাবি ছিল। কয়েক দফায় আন্দোলন ও স্মারকলিপির দাবিতে তা মেনেও নেয় সরকার। কিন্তু তাদের দাবি চাকরি থেকে অবসরের পরও এই মাইলেজের অর্থ প্রদান করতে হবে। 

এতে সম্মত হয়নি অর্থ মন্ত্রণালয়। আর তাতেই নারাজ ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা । এ কারণে বুধবার সকাল থেকেই হঠাৎ কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে করে যাত্রীদের দূর্ভোগের অবসান হয়েছে। এখন আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত মাইলেজ বা বেতন-ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েতে হয় সাধারণ যাত্রীদের।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত