তানোরে সবজির বাজারে আগুন, জনজীবনে নাভিশ্বাস

কোনো নিয়ন্ত্রণ নেই নিত্যপণ্যের বাজারে। সবকিছুই যেন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। বাজারে প্রচুর সবজির আমদানি থাকলেও সবকিছুর দাম আকাশছোঁয়া। এর কোনো কারণও জানা নেই জনসাধারণের। এখানেই উৎপাদন হওয়ার পরও বাড়তি দাম। অথচ যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছেন, তিনি পাচ্ছেন না বাজার সমতুল্য মূল্য। কোনোরকম কৃষকের কাছ থেকে হাতবদল হলেই দাম বেড়ে দ্বিগুণ হয়ে পড়ে। শহর বা গ্রাম সব জায়গায় একই অবস্থা। আবার বাড়তি দামের জন্য ইজারাদারদেরও দায়ী করেন অনেকে। কারণ, দিন দিন খাজনার পরিমান কয়েকগুণ করে বাড়ছে।
রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী কালীগঞ্জ হাট বসে প্রতি শুক্র ও মঙ্গলবার। সেই হাটের এক অন্যতম ঐতিহ্য। শপ পাটি বা চটিতে বসে ভাজা গরুর মাংস দিয়ে ভাত খাই হাটে আসা মানুষগুলো। আবার অনেকে দূরদূরান্ত থেকে আসেন ভাত খেতে। তবে, রমজান মাসের জন্য তেমন হয় না ব্যবসা। কিন্তু নিত্যপণ্যের দাম উঠানামা করে। ভিন্ন রুপ এবারে চাল, ডাল, তেল ও পিয়াজসহ সবকিছুর দাম আকাশ ছোয়া। সেই সাথে বেড়েছে ইাট ইজারাদারের খাজনার পরিমান। আগে যেখানে ১০ টাকা দিতে হত খাজনা। বর্তমানে দেওয়া লাগছে ৩০ টাকা করে। সবকিছুর দাম বাড়লেও আমাদের আয় কমেছে অর্ধেকে। আগে যে পরিমান ব্যবসা হত এখন তার অর্ধেকও হয় না। তাহলে আমরা চলব কিভাবে।
শুক্রবার ও মঙ্গলবারে পৌর সদরে গোল্লাপাড়ায় হাট বসে। হাটে আসা মোস্তফা নামের একদিন মজুর জানান, হাটে আগুন ধরেছে সব পণ্যে। করলা ৬০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি, আলু ২৫ টাকা কেজি, পিয়াজ প্রকার ভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি, তেল ১৭০ টাকা লিটার, কাচা মরিচ ১০০ টাকা কেজি, আদা ১২০ টাকা কেজি, শুকনা মরিচ ৪০০ টাকা কেজি। এছাড়াও যে কোন ধরনের মাছ নিম্মে ২০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা কেজি পর্যন্ত কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ।অবশ্য পিয়াজের দাম কমেছে অর্ধেক। গরুর মাংস ৬৫০ টাকা কেজি, বয়লার ১৬০ টাকা, সোনালী ২৮০ টাকা, দেশি মুরগী ৪৫০ টাকা কেজি।
ডলার নামের আরেক ব্যক্তি জানান, হাটে যাওয়া মানেই ১ হাজার টাকা নাই। আমাদের আয় বাড়েনি। ব্যয় বেড়েছে দ্বিগুণ। ওহাব, জাইদুর নামের ভ্যান চালক জানান, আগে যা কিনতাম এখন অর্ধেক কিনতে পারছি। দ্বিগুন দাম বাড়লেও আমাদের ভাড়া তো বাড়েনি। বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়েছে।
পৌর সদর শীতলি পাড়ার ভূমিহীন মৎসজীবি বিশু ও আজিমুলসহ অনেকে জানান, বিলকুমারি বিলের মাছ মেরে চলে সংসার। কিন্তু এবার বিলে তেমন মাছ নেই। একদিন কোন রকম মাছ পেলে পরেরদিন আর মিলে না। সংসার চলে সবকিছু কিনে। বাজারে প্রতিটি পণ্যে আগুন ধরেছে। দাম এত বাড়তি কল্পনা তীত। চাল কিনলে তেল জুটেনা, তেল জুটলে সবজি জুটে না। যেন সবকিছুতেই মহা সিন্ডিকেট আর কারসাজিতে ভরা। কিভাবে সংসার চলবে ভেবে পাচ্ছি না। মহা দূর্যোগের মধ্যে দিন পার হচ্ছে।
বেশকিছু খুচরা সবজি বিক্রেতারা বলেন, আমরা বাড়তি দামে কিনছি। এজন্য দাম বেশি। আমরাতো লোকসানে বিক্রি করতে পারব না। চালের কোন ঘাটতি না থাকলেও কেন বাড়ছে দাম। কে নিয়ন্ত্রণ করছে এসব। নাকি বড় ব্যবসায়িরা যা করবেন সেটাই চলবে। তাহলে কর্তাবাবুরা করছেন কি? কিংবা বলতে বাজার তুমি কার। এমন নানা প্রশ্ন সবার মাঝে।
কৃষকরা জানান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু উৎপাদন করছি। কিন্তু আমাদের জমি থেকে যে দামে সবজি কেনা হয়। বাজারে গেলে সে দাম তো থাকেই না। উল্টো আমাদের কেও বাড়তি দামে কিনতে হয়। সবকিছুর নিয়ম পরিবর্তন হলেও আদিকালের নিয়মেই পড়ে থাকতে হচ্ছে আমাদের। কেনই বা এ অবস্থার কোন পরিবর্তন নাই। আর কতকাল চলবে এমন সনাতন নিয়মরীতি। সবার ভাগ্যের পরিবর্তন হলেও প্রান্তিক পা ফাটা চাষীদের ভাগ্যের পরিবর্তন হয় না বলেও ক্ষোভ তারা।
অপরদিকে, সমাজের নিম্ম মধ্যবিত্ত কিছু পরিবার থাকে যারা কোথাও সাহায্য চেতে যেতেও পারেন না। কিছু বলতেও চান না। তাদের দুখের সাথী বোবা কান্না। এমন কিছু পরিবার এই প্রতিবেদককে জানান, হাজারো কষ্ট হলেও কাউকে বলা যায় না। ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকায় দূর্দশা। কোনদিন বাজার করা হয়। আবার কোনদিন পান্তা খিচুড়ি খেয়ে চলে।
পবিত্র রমজান মাস এলে ব্যবসায়ীরা অধিক মোনাফা আদায় করতে চান। অথচ অন্য দেশে রমজান মাসে কম দামে বিক্রি করা যায় সেই চিন্তা থাকে।কিন্তু এদেশেই ভিন্ন চিত্র। যুগযুগ ধরে এমন সনাতন নিয়ম চলে আসলেও কোন পরিবর্তন নাই।
ব্যবসায়ী বাদল জানান, যে সব পণ্য দেশে উৎপাদন হচ্ছে সে সবের দাম নেই। আর যে সব আমদানি করা লাগছে তার কোন নিয়ন্ত্রণ নাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি সকালের সময়কে বলেন, সবজির দাম তো সরকার নির্ধারণ করে না। অন্য কোন পণ্য মুল্যের চেয়ে বেশি দাম নিলে ব্যবস্হা নেওয়া হবে।
এমএসএম / জামান

রায়পুর মেঘনা নদীতে মৎস্য কর্মকর্তার অভিযান কারেন্ট জাল, ইলিশ জব্দ

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সলিমপুরে সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তির দাবীতে বিক্ষোভ

ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

তানোরে নতুন এসিল্যান্ড শিব শংকর বসাকের যোগদান

গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে বিশেষ স্মরণানুষ্ঠান

লালমাই শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা: শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল, পাসের হার কমেছে ১০ শতাংশ

রায়পুরা উপজেলা বিএনপির আব্দুর রহমান খোকনই একমাত্র ঐক্যের প্রতীক

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১
Link Copied