ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মঞ্চ মাতিয়ে সম্মাননা পেলেন বিরামপুরের নাট্য অভিনেতা নূর


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৪-২০২২ বিকাল ৬:২৬
মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা সৈয়দপুর কার্যালয় এর উদ্যোগে মঞ্চায়িত নাটকে অভিনয় করে সম্মাননা ও পুরস্কার অর্জন করেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নাট্য অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নূরে আলম সিদ্দিকী নূর। তার এ সম্মাননা অর্জনে এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সূধীজনেরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
বৃহস্পতিবার বিকেল ৫টায় নীলফামারী জেলার সুনামধন্য নাট্য সংগঠন থিয়েটার সৈয়দপুর কর্তৃক আয়োজিত নাটক মঞ্চায়ন পরবর্তী রিভিউ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়। 
 
সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে থিয়েটার সৈয়দপুর এর সভাপতি ও বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন নাট্য শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন।
 
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাত ৮টায় সৈয়দপুর শহরের মুর্তজা ইনস্টিটিউটে “মহান  মুক্তিযুদ্ধ ও বর্তমান সময়ের সাংস্কৃতিক অঙ্গন” নিয়ে রচিত থিয়েটার সৈয়দপুর সাধারণ সম্পাদক হীরা শর্মা‘র লেখা ও নির্দেশনায় “শুটিং-মনের মুকুরে” নাটকটি মঞ্চায়িত হয়। এ নাটকে “এ্যাসিন্টেন্ট ডিরেক্টর মিজান” চরিত্রে অভিনয় করেন অভিনেতা নূরে আলম সিদ্দিকী নূর। এসময় তিনি দর্শকের অনেক প্রশংসাকুড়ান। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কারখানা সৈয়দপুর এর প্রধান নির্বাহী ও থিয়েটার সৈয়দপুর এর একটি টিম ওই নাটকের অভিনয় শিল্পীদের অভিনয় দক্ষতা বিশ্লেষণ করেন এবং তাকে পুরস্কারের জন্য মনোনিত করেন।
 
এ বিষয়ে থিয়েটার সৈয়দপুর এর সাধারণ সম্পাদক ও নাটকটির নির্দেশক হীরা শর্মা বলেন, নূর একজন উদীয়মান ও গুণী অভিনেতা। তার অভিনয়ে অনেক সৃজনশীলতা রয়েছে। অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করার অন্যরকম গুণ রয়েছে তার। আগামী ঈদ-উল ফিতর এর পরেই থিয়েটার সৈয়দপুর এর নাট্যশিল্পীদের নিয়ে একটি টিভি নাটক এর শুটিং হবে যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ২টি টিভি চ্যানেলে প্রচারিত হবে। ওই নাটকটিতে নূর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
 
এ বিষয়ে অভিনেতা নূরে আলম সিদ্দিকী নূর বলেন, “অভিনয় আমার নেশা। আমি অভিনয় শিখছি। এখানে শেখার অনেককিছু আছে। ইতোপূর্বে আরটিভি‘তে প্রচারিত নাটক “পোশাকে বংশের পরিচয়” ও চ্যানেল আইয়ে প্রচারিত টেলিফিল্ম “শ্বাপদ”-এ অভিনয় করেছি। গত ২০২১ সালের ২০ ডিসেম্বও সৈয়দপুরের মুক্তিযুদ্ধের নারকীয় হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে রচিত “বদ্ধভূমির শহর” নাটকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসিত হয়েছি। সর্বশেষ “শ্যুটিং-মনের মুকুরে” নাটকে অভিনয় করে এভাবে সম্মানিত হব ভাবতেই পারি নাই। এ সম্মাননা আমাকে আগামীর জন্য অনুপ্রাণিত করেছে। অভিনয় করে বহুদূর যেতে চাই।”

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু