ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেজামপুর আলিম মাদ্রাসার কমিটি গঠনে তোড়জোড়


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ২:২৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে নেজামপুর আলিম মাদ্রাসা ওই এলাকায় শিক্ষা বিস্তারে বহুকাল থেকে ভূমিকা রাখছে। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ইসলাম শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও সুযোগ পেয়ে আসছেন। ওই এলাকায় প্রতিষ্ঠানটির সুমানের কারণে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে চান অনেকেই। সর্বশেষ মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন করে কমিটি গঠনের তোড়জোড় চলছে। 
 
গভর্নিং বডির সভাপতি হতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয়রাও চান সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য কেউ যেন মাদ্রসাটির সভাপতির দায়িত্ব পান। তবে মাদ্রাসাটির অধ্যক্ষ মাহবুব আলম নিজের পছন্দমতো কমিটি গঠনে তৎপরতা শুরু করায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ। 
 
খোঁজ নিয়ে জানা যায়, নেজামপুর ইউনিয়নের জগদইল গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আব্দুল মতিনের ছেলে আমিনুল ইসলাম, মৃত সাজ্জাদ মণ্ডলের ছেলে ইব্রাহিম মণ্ডল, মৃত এসলাম উদ্দীনের ছেলে মফিজ উদ্দীন নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালনে আগ্রহী। একাধিক প্রার্থী থাকায় স্থানীয়রা চান সবার মতামতের ভিত্তিতে সবার নামই মাদ্রাসা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হোক। যাকে দায়িত্ব দেয়া হবে তিনিই পরবর্তী সময়ে দায়িত্ব পালন করবেন। কিন্ত অধ্যক্ষ নিজের পছন্দমতো কমিটি করার চেষ্টা থেকে বর্তমান কমিটির সভাপতি আমিনুল ইসলামের নামে সুপারিশ পাঠিয়েছেন ঢাকায়। গোপনীয়তার সাথে সেটি করা হলেও গত কদিন থেকে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে ক্ষোভ। 
 
সভাপতির দায়িত্ব পেতে আগ্রহী অন্যরা বলছেন, সবার মতামতের ভিত্তিতে এটি করা যেত বা সবার নামই কেন্দ্রে পাঠানো হলে সমস্যা কোথায় ছিল? কারো নাম বাদ দিয়ে কাউকে বাড়তি সুবিধা করে দিতে অধ্যক্ষ এমন কাজ করেছেন, যা তার পক্ষপাতদুষ্ট আচারণ। 
 
সভাপতির দায়িত্ব পালনে আগ্রহীদের মধ্যে একজন নেজামপুর ইউনিয়নের হাবিবুর রহমান। তিনি বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এলাকার প্রতিষ্ঠানের ভালো চাইব। আমাকে অনেকেই মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেছেন। আমি বলতে চাই, আমি বলে নয়, যিনি গ্রহণযোগ্য হবেন, সবার সাথে যিনি সমন্বয় করে মাদ্রসার উন্নয়নে কাজ করতে পারবেন, তাকেই দায়িত্ব দেয়া হোক। আমাকে যদি সবার মতামতের ভিত্তিতে দায়িত্ব দেয়া হয় তাহলে আমি তা পালনে সর্বোচ্চ চেষ্টা করব। নেজামপুর আলিম মাদ্রসার শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করার চেষ্টা করব। 
 
মাদ্রাসার কমিটি গঠনের বিষয় নিয়ে স্থানীয়দের মাঝেও রয়েছে বেশ আগ্রহ। আগ্রহের কারণেই তারা খোঁজখবর রাখছেন। স্থানীয় তরিকুল ইসলাম, আরিফ হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হবেন এমন ব্যক্তি যার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে। সামাজে সবাই যেন তাকে মান্য করে। এখন শুনছি মাদকাসক্ত ব্যক্তিও মাদ্রাসা কমিটির সভাপতি হতে দৌড়ঝাঁপ করছেন।
 
নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, আমাদের এলাকার মাদ্রসা, সেটির কমিটিতে দায়িত্ব যেন একজন সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তি পান, সেটিই আমরা সকলে চাই। এর আগের কমিটিতে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, তার বিষয়ে স্থানীয়দের অভিযোগ আছে। তিনি প্রাযিই নেশাপান করেন এমন গুঞ্জন রয়েছে এলাকায়। সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে নতুন কমিটি হবে, এটাই প্রত্যাশা করি। এখানে সবার মতমতের ভিত্তিতে যেটা ভালো সেটা করা উচিত। তবে এখন শুনছি অধ্যক্ষ নিজের মতো করে কমিটি গঠনের চেষ্টা করছেন। এটা নিয়ে এখন এলাকার বেশ কথা হচ্ছে। মাদ্রসার অধ্যক্ষ হিসেবে তার নিরপেক্ষভাবে সবার মতামত নেয়া উচিত। 
 
এ বিষয়ে নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি মাদ্রাসা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগে তালিকা পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে সভাপতির বিষয়ে সিদ্ধান্ত হবে। সবার মতামত না নিয়ে আপনার পছন্দের প্রার্থীর নাম পাঠিয়েছেন- এমন অভিযোগ করছেন স্থানীয়রা। এ বিষয়ে তিনি বলেন, আমি নামের তালিকা কি পাঠালাম সেটা কিভাবে প্রকাশ্যে আসতে পারে। এটা নিয়ে এত মাথাব্যথা কেন সবার? মাদ্রাসার উন্নয়নের জন্য যাকে প্রয়োজন তাকে সভাপতি করার জন্যই তালিকা পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস