পূজা উদযাপন পরিষদের কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আদালতে মামলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন একজন আইনজীবি। ব্রাহ্মণবাড়িয়া সদর সিনিয়র সহকারি জজ আদালতে গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া বারের আইনজীবি রঞ্জিত মল্লিক বাদী এ মামলাটি দায়ের করেন (নং- দে: ১৯৬/২২ইং)। মামলায় ৯ জনকে বিবাদী করা হয়েছে। মূল বিবাদী করা হয়েছে ৪ জনকে তারা হলেন- বিজয়নগর উপজেলার অবৈধ কমিটির কথিত সভাপতি অশোক কুমার ভৌমিক, কথিত সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, জেলা কমিটির কথিত সভাপতি সোমেশ রঞ্জন রায়, কথিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা বাপ্পী। এছাড়া ৫ জনকে করা হয়েছে মোকাবিলা বিবাদী। তারা হলেন- কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে.এ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, মতিলাল রায় ও আন্তর্জাতিক সম্পাদক সন্তোষ কুমার দেব।
মামলায় উল্লেখ করা হয়- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ হওয়ায় অবৈধ কমিটির কথিত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়ে কার্যক্রম পরিচালনা করছেন। বিগত ৩১.০৩.২০১৬ইং তারিখে পূজা উদযাপন পরিষদের সম্মেলনের মাধ্যমে জেলা শাখার কমিটি গঠন করা হয় ২ বছরের জন্য। কিন্তু ২ বছর পার হয়ে যাবার পরও তারা কোনো ধরণের সভা বা এডহক কমিটি না করেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্বিঘেœ। এই মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া হিন্দু সম্প্রদায়ের মাঝে দ্বিধা ও বিভক্তি করার লক্ষ্যে ১৯.০৩.২০২২ইং তারিখে জেলার বিজয়নগর উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমকে বাদ দিয়ে একটি তথাকথিত গোষ্ঠীর বাড়িতে সম্মেলন দেখিয়ে বিজয়নগর উপজেরা পূজা কমিটি গঠন করেন, যা সম্পূর্ণ অবৈধ ও স্বেচ্ছাচারিতা।
মামলায় বাদী উল্লেখ করেন- এ অবৈধ কমিটির সাধারণ সম্পাদক বিলম চক্রবর্তী মৃত্যুবরণ করার পর ১নং যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব না দিয়ে ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা বাপ্পীকে হাতের পুতুল হিসেবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছেন, যা হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মামলায় ৬নং বিবাদী নারায়ণ সাহা মনি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক, তিনি পর্দার অন্তরালে থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মত একটি পবিত্র সংগঠনের পবিত্রতাকে নষ্ট করার জন্য ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদকে দ্বিধা-বিভক্তি করে রেখেছেন। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির মনির হীন চক্রান্তের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এই অবৈধ কমিটি ৬ বছর মেয়াদকাল পার করল। সকল ষড়যন্ত্রের নায়ক মনির আশির্বাদপুষ্ট এবং নিকটাত্মীয় হওয়ার সুবাদে সোমেশ রায় ও তার অবৈধ কমিটি এখনো বহাল আছেন। কেবলমাত্র ষড়যন্ত্রকারী মনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পাদককে ভুল বুঝিয়ে সর্বজন স্বীকৃত, ঘৃণ, কুচক্রী মহলের নায়ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি সোমেশের কুপরামর্শে বিজয়নগরে পূজা পরিষদের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতারা আসেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হয়ে। গত ০২.০৪.২২ইং তারিখে বিজয়নগরে অনুমোদিত কমিটি বেআইনী, অবৈধ কমিটি, অকার্যকরী কমিটি ঘোষণার আদেশ পাওয়ার জন্য আদালতে মামলা করেন। মামলার বাদীর সাথে কোনো ধরণের কথা না বলে তাকে বিজয়নগর কমিটির আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনী ও নিয়ম বহির্ভূত।
মামলায় ৩ ও ৪নং বিবাদী জেলার কথিত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গত ২ এপ্রিল বিজয়নগরে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে অবৈধ ও বেআইনীভাবে অনুমোদন করেন। যারা নিজেরাই বৈধ নয়, তারা কিভাবে আরেকটি বৈধ কমিটি অনুমোদন দেন এ প্রশ্ন এখন সকলের মাঝে।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
Link Copied