ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

প্রণোদনার সার ও বীজ যাচ্ছে ডিলারদের গোডাউনে


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৪:১

প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যে প্রণোদনার সার বীজ প্রকৃত কৃষকরা না পেয়ে সব যাচ্ছে ডিলারদের গোডাউনে। উপজেলা কৃষি অফিসের এক শ্রেনীর অসাধু কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিধিদের সম্পৃক্ততা ও অসাধু ডিলারদের সমন্বয়ে আত্বসাৎ করছে কৃষকের জন্য ঘোষিত বিনামূল্যে সার বীজের প্রণোদনা। বৃহস্পতিবার বিতরনের ২য় দিনে কৃষক সার উত্তোলন করে কৃষি অফিসের কর্মকর্তাদের সামনেই ডিলারদের কাছে বিক্রি করে দিলেও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্টদের। 

জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণে বরাদ্ধ পায় উপজেলা কৃষি অফিস।

আউশ মৌসুমের জন্য সরকারিভাবে ৩ হাজার ছয়শত ৪০ জন সুবিধাভোগী কৃষকের প্রনোদনা দেয়ার জন্য নামের তালিকা করে স্থানীয় ইউপি মেম্বার, চেয়ারম্যান ও উপ সহকারী কৃষি কর্মকর্তারা। বর্তমান সরকার ঘোষিত প্রণোদনা অনুযায়ী একেকজন কৃষক প্রতি বিঘা ধান চাষের জন্য ৫ কেজি উপশী বীজ, দেড় কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরনের জন্য গত সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করে উপজেলা কৃষি অফিস। বিতরনের শুরুর পর থেকেই কার্ডধারীরা সার বীজ উত্তোলন করেই ডিলারের গোডাইনে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যায়। উপকারভোগী মনোনিত কৃষকরা সরকারি সার উত্তোলন করে সাথে সাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোডাউনের সামনেই একটি সিন্ডিকেটের মাধ্যমে উত্তোলনকৃত সার বিক্রি করে দেন। আর এসব সার কিনে নেন একতা ট্রেডার্সের মালিক ডিলার আনিসুজ্জামান।

সচেতন মহলের অভিযোগ, সঠিকভাবে প্রান্তিক চাষীদের মনোনীত না করায় ঘটছে এমন ঘটনা। যাদের জমিজমা নাই তারা এই তালিকায় স্থান পেয়েছেন। পরে কালো বাজারির মাধ্যমে ডিলারের দোকানে সার চলে যাচ্ছে এমন ঘটনা জানাজানি হলে ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান ত্রিশাল পৌর  শহরের ডিলার আনিসুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করেন। ওই সময় ডিলারের দোকান থেকে ৩০ বস্তা সরকারি সার জব্দ করলেও কোন ব্যবস্থা নেয়নি উপজেলা কৃষি অফিস। 

বৃহস্পতিবার সার বিতরনে দ্বিতীয় দিনে সরজমিনে দেখা যায়, কার্ডধারী কৃষকরা সার উত্তোলন করে স্থানীয় ডিলারদের ভাড়া করা ভ্যানে মালামাল তুলে দিয়ে ডিলারের দোকান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তারা দাড়িয়ে থাকলেও এব্যাপারে কোন প্রতিবাদ করতে দেখা যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে ডিলার আনিসুজ্জামান বলেন, কৃষি অফিসের সামনে কৃষকদের নিকট থেকে উক্ত সারগুলো ক্রয় করা হয়েছিল। আমরা টাকা দিয়ে সার ক্রয় করেছি আর এ কাজে কৃষি অফিসের লোকজন জড়িত আছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুসন্ধান করে জানাযায় স্থানীয় ইউপি মেম্বার, চেয়ারম্যান ডিলার ও কৃষি অফিসের কর্মকর্তারা মিলে প্রকৃত কৃষককে বাদ দিয়ে এসব তালিকা করে। যাদের তালিকা করা হয়েছে তাদের সাথে চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা নিয়ে ডিলারদের দোকানে মালামাল দিয়ে টাকা নিয়ে যাচ্ছে দেদারছে। প্রকৃত কৃষকরা প্রনোদনার কার্ড না পেয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আক্ষেপ করেন। 

উপজেলার বৈলর ইউনিয়নের কৃষক আব্দুল বাতেন ২১০ শতাংশ জমি আউশ আবাদ করেন, ৮নং ওয়ার্ডের আবেদ আলী ৭ কাঠা, আংরার চড় গ্রামের মোহাম্মদ আলী ৮ কাঠা, পৌরসভার দরিরামপুর গ্রামের ফজলুল হক আট কাঠা, মেদারপাড়ের জয়নাল আবেদীন ২ একর, দরিরামপুরের জালাল উদ্দিন ১২ কাঠা, আব্দুল আজিজ তিন একর জমি, দুলাল ১২ কাঠা, পাচপাড়া গ্রামের আমানুল্লাহ এক একর জমি আবাদ করলেও কেউ কোন কৃষি কার্ড পায়নি। উপজেলার ১২ ইউনিয়নের অধিকাংশ প্রকৃত কৃষকরা এই কৃষি কার্ড থেকে বঞ্চিত হয়েছে  অসাধু চক্রের কারনে। 

একাধিক কৃষকের সাথে কথা বলে জানাযায়, শুনেছি বর্তমান সরকার কৃষকের জন্য বিনামুল্যে সার বীজ দেয়। কখনো এই প্রনোদনা চোখে দেখেনি। বিনামুল্যে পাওয়া দুরের কথা আমরা ডিলারদের কাছ থেকে চড়ামুল্যে সার বীজ কিনে কৃষি কাজ করে থাকি। কখনো সরকারের প্রনোদনা বা বিনামুল্যে সার বীজ চোখে দেখিনি। 

ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তালিকা অনুযায়ী আমরা কার্ডের মাধ্যমে সার বীজ বিতরন করে থাকি। বিতরনের প্রথমদিন সার বীজ বিক্রির সময় হাতে নাতে আমরা ডিলারের দোকানে কিছু মাল জব্দ করে নিয়ে আসি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কৃষকদের সার বীজ দিচ্ছি এখন এগুলো যদি তারা বিক্রি করে দেয় আমাদের কি করার আছে। 

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান জানান, বিনামুল্যে সার বীজ ডিলারের গোডাউন থেকে জব্দ করার ঘটনা শুনেছি। উপজেলা কৃষি অফিসের সাথে কথা বলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  প্রকৃত কৃষকরা যদি তালিকা বঞ্চিত হয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার