নওগাঁর পত্নীতলায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান পিএএ পত্নীতলা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার। সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সাংবাদিকবৃন্দ, উপজেলার চেয়ারম্যানগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান