ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ২:০
ঠাকুরগাঁওয়ে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন মার্কেটে। তাই প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে গার্মেন্টসগুলোতে (কাপড়ের দোকান) ভিড় বেশি। পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি, প্যান্টের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানেও রয়েছে আলাদা ভিড়।
 
শুক্র ও শনিবার শহরের নর্থ সার্কুলার রোডের ঘোমটা-২-এ দেখা যায়, সকাল সাড়ে ৯ টায় ক্রেতা সমাগম হতে শুরু করে। বেশিরভাগ ক্রেতা শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, প্যান্ট পিস, শার্ট পিস বেশি কিনছেন। তবে বেশিরভাগ ক্রেতার অভিযোগ, দাম একটু বেশি।
 
মিজান এন্ড ব্রাদার্স নামে দোকানে গিয়ে দেখা যায়, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা সেখানেও ভিড় জমিয়েছেন তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য।
 
ঈদের জন্য জামা কিনতে আসা পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিণী মৌসুমী জামান, ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও তিনি আগেভাগেই এসেছেন দাম কম পাওয়ার আশায়। তিনি তার কন্যাশিশুর জন্য নতুন জামা ও ভাগ্নির জন্য থ্রি-পিস কিনতে এসেছেন। তবে তিনি বেশ কয়েকটি দোকানে ঘুরে অভিযোগ করেন, দাম অনেক বেশি নেয়া হচ্ছে।
 
সদর উপজেলার নারগুন সেন্টারহাট এলাকার গৃহিণী রুমি আক্তার জানান, পার্শ্ববর্তী দিনাজপুর জেলায় যে থ্রি-পিস ১ হাজার ৫০০ থেকে ৬০০ টকায় পাওয়া যায়, এখানে তা ৩ হাজার ৫০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও ছোট বাচ্চাদের কাপড়েও দিনাজপুরের চেয়ে দামের ব্যবধান অনেক। এ কারণে মানুষ কাপড় কিনছেন কম। তবে কি আর করার দিনাজপুরে বা অন্যত্র যাওয়া ঝামেলার।
 
নর্থ সাকুলার সড়কের ঘোমটা-২-এর পরিচালক জনি জানান, দিন যত বাড়ছে ক্রেতা সমাগম তত বাড়ছে। তবে অনেকেই পণ্যের দাম কম পাওয়ার আশায় আগেভাগেই মার্কেটে এসেছেন। ক্রেতাদের পক্ষ থেকে দাম বেশির ব্যাপারে তিনি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন পোশাকে দাম সামান্য বেশি মনে হতে পারে। তবে ক্রেতা সমাগম ঘটছে প্রচুর।
 
এ বছর টি-শার্ট, সুতি পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, শাড়ি ও মেয়েদের বিভিন্ন থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। এরমধ্যে মেয়েদের জারারা, গ্রাউন, লাহিঙ্গা, ডালিসহ বিভিন্ন নামের পোশাকের চাহিদা বেশি।

এমএসএম / জামান

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী

স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন

আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন