ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৩:৪৪

সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুই নারীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার কাটগড়া বাজারের দুর্গাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন- আশুলিয়ার কাটগড়া এলাকার মৃত দিনু মণ্ডলের ছেলে সালাম মণ্ডল (৪২), সেলিম মণ্ডল (৪০), তার স্ত্রী বিউটি আক্তার (৩৫) এবং কালাম মণ্ডল (৩৫)। তাদের মধ্যে সেলিম মণ্ডল ও কালাম মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, আশুলিয়ার কাটগড়া এলাকায় ভিটাবাড়িসহ ১৩২ শতাংশ পতিত জমি মানু মণ্ডল ও সোনা মিয়া মৃত আলিম উদ্দিনের তিন ছেলে দিনু মণ্ডল ,সমন মণ্ডল ও চান মিয়ার কাছে বিক্রি করেন। সমহারে প্রত্যেকে ৪৪ শতাংশ পাওয়ার কথা। সালাম মণ্ডলের বাবা দিনু মণ্ডল মারা গেলে ৪৪ শতাংশ জমি তার ওয়ারিশদের দেয়ার কথা থাকলেও তারা ১৯ শতাংশ জমির ওপর বাড়ি করে আছেন।  বাকি ২৫ শতাংশ জমি চান মিয়া দখলের পাঁয়তারা চালায়। ওই জমি সালাম মণ্ডলের চাচা চান মিয়া ও তার ছেলেরা জোরপূর্বক দখলের চেষ্টা চালালে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেযো হয়।

প্রাণনাশের হুমকি পাওয়ার পর বিকেল ৪টায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেলিম মণ্ডল। জিডির কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুই ঘণ্টা পর তার বাড়িতে চাচাতো ভাই চান মিয়া ফকিরের ছেলে অ্যাডভোকেট আশরাফ (৩৫), মিঠু (২৬), মনসুর (৪০), আরমান (৩৮), হেলাল উদ্দিন (৪০)-সহ একদল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় চান মিয়া ফকির (৬০) নিজেও অংশ নেন। 

আহত সালাম মণ্ডল বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমার চাচা চান মিয়া ও চাচাতো ভাইয়েরা দখল করার চেষ্টা করছিল। আমরা বাধা দিলে আমাদের ওপর চড়াও হয় তারা। এ ঘটনায় আমরা আশুলিয়া থানায় একটি জিডি করি । জিডি করে বাসায় ফিরে এলেই তারা আমার বাড়িতে এসে ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ আমার দুই ভাই, স্ত্রী গুরুতর আহত হয়। আমাদের চিকিৎসা চলছে ।

এ ঘটনায় অপর পক্ষের অ্যাডভোকেট আশরাফের মা রেজিয়া খাতুন (৫০) ও তার ভাই মিঠুন মণ্ডল (৩৪) গুরুতর আহত হয়েছেন।  তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জানতে চাইলে আশরাফ বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তিতে আমরা ছয় রুমের ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে এই জমি নিয়ে তারা মামলা করেছিল, ওই মামলায় আমরা রায় পেয়েছি। কিন্তু তারা জোরপূর্বক ওই জমি তাদের দাবি করছিল এবং আমাদের ঘর নির্মাণকাজ বন্ধ করে দিয়ে আমাদের ওপর তারা আক্রমণ করে। আমার মা ও ভাই গুরুতর আহত হয়েছে। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেছি। মায়ের হাতের হাড় ও ভাইয়ের হাতের হাড় গরু জবাইয়ের ছুরি দিয়ে কেটে দেওয়া হয়েছে।  এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যের ইন্ধনে ঘটেছে বলেও তিনি দাবি করেন ।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। দুপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা নেয়া হবে। 

এমএসএম / জামান

রেলপথে রংপুরের মানুষের দুর্ভোগ, দুটি ট্রেন তবুও টিকিট পেতে যুদ্ধ ‎

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি