আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুই নারীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার কাটগড়া বাজারের দুর্গাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আশুলিয়ার কাটগড়া এলাকার মৃত দিনু মণ্ডলের ছেলে সালাম মণ্ডল (৪২), সেলিম মণ্ডল (৪০), তার স্ত্রী বিউটি আক্তার (৩৫) এবং কালাম মণ্ডল (৩৫)। তাদের মধ্যে সেলিম মণ্ডল ও কালাম মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আশুলিয়ার কাটগড়া এলাকায় ভিটাবাড়িসহ ১৩২ শতাংশ পতিত জমি মানু মণ্ডল ও সোনা মিয়া মৃত আলিম উদ্দিনের তিন ছেলে দিনু মণ্ডল ,সমন মণ্ডল ও চান মিয়ার কাছে বিক্রি করেন। সমহারে প্রত্যেকে ৪৪ শতাংশ পাওয়ার কথা। সালাম মণ্ডলের বাবা দিনু মণ্ডল মারা গেলে ৪৪ শতাংশ জমি তার ওয়ারিশদের দেয়ার কথা থাকলেও তারা ১৯ শতাংশ জমির ওপর বাড়ি করে আছেন। বাকি ২৫ শতাংশ জমি চান মিয়া দখলের পাঁয়তারা চালায়। ওই জমি সালাম মণ্ডলের চাচা চান মিয়া ও তার ছেলেরা জোরপূর্বক দখলের চেষ্টা চালালে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেযো হয়।
প্রাণনাশের হুমকি পাওয়ার পর বিকেল ৪টায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেলিম মণ্ডল। জিডির কথা শুনে ক্ষিপ্ত হয়ে দুই ঘণ্টা পর তার বাড়িতে চাচাতো ভাই চান মিয়া ফকিরের ছেলে অ্যাডভোকেট আশরাফ (৩৫), মিঠু (২৬), মনসুর (৪০), আরমান (৩৮), হেলাল উদ্দিন (৪০)-সহ একদল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় চান মিয়া ফকির (৬০) নিজেও অংশ নেন।
আহত সালাম মণ্ডল বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমার চাচা চান মিয়া ও চাচাতো ভাইয়েরা দখল করার চেষ্টা করছিল। আমরা বাধা দিলে আমাদের ওপর চড়াও হয় তারা। এ ঘটনায় আমরা আশুলিয়া থানায় একটি জিডি করি । জিডি করে বাসায় ফিরে এলেই তারা আমার বাড়িতে এসে ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ আমার দুই ভাই, স্ত্রী গুরুতর আহত হয়। আমাদের চিকিৎসা চলছে ।
এ ঘটনায় অপর পক্ষের অ্যাডভোকেট আশরাফের মা রেজিয়া খাতুন (৫০) ও তার ভাই মিঠুন মণ্ডল (৩৪) গুরুতর আহত হয়েছেন। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানতে চাইলে আশরাফ বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তিতে আমরা ছয় রুমের ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে এই জমি নিয়ে তারা মামলা করেছিল, ওই মামলায় আমরা রায় পেয়েছি। কিন্তু তারা জোরপূর্বক ওই জমি তাদের দাবি করছিল এবং আমাদের ঘর নির্মাণকাজ বন্ধ করে দিয়ে আমাদের ওপর তারা আক্রমণ করে। আমার মা ও ভাই গুরুতর আহত হয়েছে। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেছি। মায়ের হাতের হাড় ও ভাইয়ের হাতের হাড় গরু জবাইয়ের ছুরি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যের ইন্ধনে ঘটেছে বলেও তিনি দাবি করেন ।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। দুপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা নেয়া হবে।
এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
