সাভারে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
গত ১৯/১১/২০২১ ইং তারিখ এসএম বোরহান উদ্দিন হাসানের (৫৮) হায়েস মাইক্রোবাসটি অজ্ঞাতনামা ৪-৫ জন কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য ৬ হাজার টাকায় ভাড়া করে। তারা গাড়ি নিয়ে কেরানীগঞ্জ যাওয়ার পথে সাভার থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় পৌছলে গাড়ির ড্রাইভার রানাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তে গত ২০/১১/২০২১ ইং তারিখ এস এম বোরহান উদ্দিন হাসান পিতা- মৃত মজিদুল হক সিদ্দিকি, সাং- জাহাঙ্গীরপুর, থানা- মদন, জেলা- নেত্রোকোনারর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৫৫, তাং-২০/১১/২০২১, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে গত ০১/০১/২০২২ ইং তারিখ ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার ওপর ন্যস্ত করেন। উক্ত মামলার তদন্তভার পেয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার একটি চৌকস টিম আসামি গ্রেফতার ও গাড়ি উদ্ধারের অভিযানে নামে। অভিযান চলা অবস্থায় আসামি ১। মো. শরিফুল ইসলাম (৩৭), পিতা- শামসুল হক; ২। আব্দুল গনি (৬৩), পিতা- মৃত আব্দুল আজিজ, উভয়সাং- হাতকোড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করলে তারা আদালতে কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িয়ে অপরাপর আসামিদের নাম প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামি ৩। বাবুল (২৬), পিতা-মৃত মোফাজ্জল, সাং- ফুলদাহ, থানা- কালিয়া, জেলা-নড়াইল; ৪। আমিনুল ইসলাম এহসান (৩৮), পিতা- মৃত মো. আমিরুল ইসলাম, সাং-২৭/৭/এ তোপখানা রোড, থানা-শাহবাগ ডিএমপি, ঢাকাদের গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। তাদের দেয়া তথ্যমতে ৫। সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮), পিতা- মৃত ইসমাইল শেখ, সাং- গর্জিনা, থানা- মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতারপূর্বক পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য ও দেখানো মতে গত ইং ১৪/০৪/২০২ইং তারিখ ডিএমপির ঢাকার খিলগাঁও থানা এলাকা হতে সূত্রক্তো মামলার লুণ্ঠিত হায়েস মাইক্রোবাস, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-চ-১৯-১৫৪৬, চেসিস নং-TRH 200-5016340, ইঞ্জিন নং- 1TR-1127329 উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
রেলপথে রংপুরের মানুষের দুর্ভোগ, দুটি ট্রেন তবুও টিকিট পেতে যুদ্ধ
দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত
মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ
সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী
পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন