সাভারে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
গত ১৯/১১/২০২১ ইং তারিখ এসএম বোরহান উদ্দিন হাসানের (৫৮) হায়েস মাইক্রোবাসটি অজ্ঞাতনামা ৪-৫ জন কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য ৬ হাজার টাকায় ভাড়া করে। তারা গাড়ি নিয়ে কেরানীগঞ্জ যাওয়ার পথে সাভার থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় পৌছলে গাড়ির ড্রাইভার রানাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তে গত ২০/১১/২০২১ ইং তারিখ এস এম বোরহান উদ্দিন হাসান পিতা- মৃত মজিদুল হক সিদ্দিকি, সাং- জাহাঙ্গীরপুর, থানা- মদন, জেলা- নেত্রোকোনারর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৫৫, তাং-২০/১১/২০২১, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে গত ০১/০১/২০২২ ইং তারিখ ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার ওপর ন্যস্ত করেন। উক্ত মামলার তদন্তভার পেয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার একটি চৌকস টিম আসামি গ্রেফতার ও গাড়ি উদ্ধারের অভিযানে নামে। অভিযান চলা অবস্থায় আসামি ১। মো. শরিফুল ইসলাম (৩৭), পিতা- শামসুল হক; ২। আব্দুল গনি (৬৩), পিতা- মৃত আব্দুল আজিজ, উভয়সাং- হাতকোড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করলে তারা আদালতে কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িয়ে অপরাপর আসামিদের নাম প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামি ৩। বাবুল (২৬), পিতা-মৃত মোফাজ্জল, সাং- ফুলদাহ, থানা- কালিয়া, জেলা-নড়াইল; ৪। আমিনুল ইসলাম এহসান (৩৮), পিতা- মৃত মো. আমিরুল ইসলাম, সাং-২৭/৭/এ তোপখানা রোড, থানা-শাহবাগ ডিএমপি, ঢাকাদের গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। তাদের দেয়া তথ্যমতে ৫। সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮), পিতা- মৃত ইসমাইল শেখ, সাং- গর্জিনা, থানা- মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতারপূর্বক পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য ও দেখানো মতে গত ইং ১৪/০৪/২০২ইং তারিখ ডিএমপির ঢাকার খিলগাঁও থানা এলাকা হতে সূত্রক্তো মামলার লুণ্ঠিত হায়েস মাইক্রোবাস, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-চ-১৯-১৫৪৬, চেসিস নং-TRH 200-5016340, ইঞ্জিন নং- 1TR-1127329 উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়
তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন
তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা
ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী
শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি