সাভারে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

গত ১৯/১১/২০২১ ইং তারিখ এসএম বোরহান উদ্দিন হাসানের (৫৮) হায়েস মাইক্রোবাসটি অজ্ঞাতনামা ৪-৫ জন কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য ৬ হাজার টাকায় ভাড়া করে। তারা গাড়ি নিয়ে কেরানীগঞ্জ যাওয়ার পথে সাভার থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় পৌছলে গাড়ির ড্রাইভার রানাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তে গত ২০/১১/২০২১ ইং তারিখ এস এম বোরহান উদ্দিন হাসান পিতা- মৃত মজিদুল হক সিদ্দিকি, সাং- জাহাঙ্গীরপুর, থানা- মদন, জেলা- নেত্রোকোনারর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৫৫, তাং-২০/১১/২০২১, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে গত ০১/০১/২০২২ ইং তারিখ ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার ওপর ন্যস্ত করেন। উক্ত মামলার তদন্তভার পেয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার একটি চৌকস টিম আসামি গ্রেফতার ও গাড়ি উদ্ধারের অভিযানে নামে। অভিযান চলা অবস্থায় আসামি ১। মো. শরিফুল ইসলাম (৩৭), পিতা- শামসুল হক; ২। আব্দুল গনি (৬৩), পিতা- মৃত আব্দুল আজিজ, উভয়সাং- হাতকোড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করলে তারা আদালতে কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িয়ে অপরাপর আসামিদের নাম প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামি ৩। বাবুল (২৬), পিতা-মৃত মোফাজ্জল, সাং- ফুলদাহ, থানা- কালিয়া, জেলা-নড়াইল; ৪। আমিনুল ইসলাম এহসান (৩৮), পিতা- মৃত মো. আমিরুল ইসলাম, সাং-২৭/৭/এ তোপখানা রোড, থানা-শাহবাগ ডিএমপি, ঢাকাদের গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। তাদের দেয়া তথ্যমতে ৫। সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮), পিতা- মৃত ইসমাইল শেখ, সাং- গর্জিনা, থানা- মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতারপূর্বক পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য ও দেখানো মতে গত ইং ১৪/০৪/২০২ইং তারিখ ডিএমপির ঢাকার খিলগাঁও থানা এলাকা হতে সূত্রক্তো মামলার লুণ্ঠিত হায়েস মাইক্রোবাস, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-চ-১৯-১৫৪৬, চেসিস নং-TRH 200-5016340, ইঞ্জিন নং- 1TR-1127329 উদ্ধার করা হয়।
এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
