ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে ইউপি নির্বাচন ১৫ জুন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ বিকাল ৫:২০

চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে মর্মে তফসিল ঘোষণা করা হলেও তফসিলের আওতায় নেই গণ্ডামারা। সোমবার (২৫ এপ্রিল) নবগঠিত নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক দেশের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি, খানখানাবাদ, কালীপুর, বাহারছড়া, সরল, কাথরিয়া, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়িসহ ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ৯নং গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘোষিত তফসিলের আওতায় রাখা হয়নি। এই নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

দীর্ঘ কল্পনা-জল্পনার পরে বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও তফসিল ঘোষণা করা হয়নি গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচন।এই চলছে নানান গুঞ্জন।তাছাড়া এই নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হবে তাও উল্লেখ করা হয়নি ঘোষণা পত্রে।

সাম্প্রতিক ২০১৬ ইং সনে বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ধার্য্য তারিখে দুই/তিন দিন পূর্বে ওই নির্বাচনে প্রিসাইডিং ও পুলিং কর্মকর্তা নিয়োগ নিয়ে অভিযোগ তুলেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।পরে নির্বাচনে পছন্দের পুলিং ও প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের বিষয় নিয়ে নির্বাচন পূর্ব মুহূর্তে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠে স্থানীয় সাংসদ মোস্তাফিজু রহমান ও দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে।ওই ঘটনায় স্থানীয় সাংসদ সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তৎকালীন ইসি।যার ফলে ধার্য্য তারিখের নির্বাচন স্থগিত ঘোষণা করে পরবর্তী ১২ নভেম্বর ২০১৬ ইং নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা দেন তৎকালীন নির্বাচন কমিশন।ঘূর্ণিঝড় রোয়ানুুর তাণ্ডবে গণ্ডামারা,ছনুয়া,শেখেরখীল ও বাহারচড়া সহ উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির ফলে আরো একধাপে স্থগিত ঘোষণা করা হয়েছিল ওই নির্বাচন।ওই সময়ে বিভিন্ন জটিলতার কারণে  দুই/তিন বার নির্বাচন পেছানোর সর্বশেষ ২৫ এপ্রিল ২০১৭ ইং সনে বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

এরই মধ্যে দেশের বিভিন্ন জেলার-উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণ ও নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়াতে যথাসময়ে চট্টগ্রাম জেলায় যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।গতকাল সোমবার ওইসবের মধ্যে ১৩৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন ২০২২ ইং অনুষ্ঠিত হবে মর্মে তফসিল ঘোষণা করেন নবগঠিত ইসি।তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ঘোষিত  তফসিল থেকে বাদ পড়ে গেছে গণ্ডামারা ইউপি নির্বাচন।পাঁচ বছর মেয়াদপূর্ণ হলেও কোন কারণ ছাড়াই গণ্ডামারা ইউনিয়ন নির্বাচনী তফসিল থেকে কেন বাদ পড়ে গেলো তা নিয়ে বিভিন্ন দোকান- পার্টে স্থানীয় সচেতন মহলে চলছে নানান আলোচনা-সমালোচনা। 
তাছাড়া গেলো ২০২১ ইং সনের শেষ দিকে ৭ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলেও সমাপ্ত হয়নি নির্বাচনী কার্যক্রম করা হয়নি।

এরই মধ্যে ২৫ এপ্রিল নবগঠিত নির্বাচন কমিশন বিভিন্ন উপজেলার ১৩৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন ২২ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও কত ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন তা উল্লেখ করা হয়নি ঘোষণা পত্রে।
তাছাড়া বাঁশখালীতে ১৪ টি ইউনিয়ন পরিষদ এর মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা করা হলেও তফসিল থেকে বাদ পড়ে যায় ৯নং গণ্ডামারা ইউনিয়ন পরিষদের নাম।কিন্তু ঘোষিত তফসিল থেকে গণ্ডামারা ইউনিয়নের নাম কেন উল্লেখ করা হয়নি তার কোন বিবরণও দেওয়া হয়নি ওই ঘোষণা পত্রে।এই নিয়ে একদিকে নির্বাচনে প্রার্থী ইচ্ছুকদের মধ্যে চলছে নানান গুঞ্জন!অপরদিকে ফেইসবুক জুড়ে চলছে নানান  আলোচনা- সমালোচনা।আগামী ইউপি নির্বাচনে গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী ইচ্ছুক কয়েকজন সাথে যোগাযোগ তারা বলেন, আগামী নির্বাচনে গণ্ডামারা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যশায় এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, কিন্তু আগামী ১৫ জুন ২২ ইং বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে  নির্বাচন কমিশন যেই তফসিল ঘোষণা করছেন, তাতে বাঁশখালীর ১৩ টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হলেও গণ্ডামারা ইউনিয়নকে কেন তফসিলের রাখা হয়নি তা দেখে হতাশ হয়ে পড়েছে প্রার্থী প্রত্যাশীরা।

নাম প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন,তারা ইতিমধ্যে হাইকোর্টে যাবেন,আগামী ১৫ জুন বাঁশখালীর ১৩টি ইউনিয়নে নির্বাচন হবে মর্মে (ইসি) তফসিল ঘোষণা করলেও গণ্ডামারা ইউনিয়নকে নির্বাচনী তফসিল থেকে কেন বাদ দেওয়া হয়েছে তা নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান।গণ্ডামারার মানুষের একটাই প্রশ্ন গণ্ডামারায় নির্বাচন চাই!বিগত ২০১৬ ইং সনে নানান নাটকীয়তার পর বাঁশখালীতে সর্বশেষ  নির্বাচন ২০১৭ সালে ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।কিন্তু সেই নাটকীয়তার অবসান হয়নি ২০২২ সালেও।

এবারের নাটকের মুল নায়ক কে? কার ইন্ধনে বন্ধ হলো গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচন এমন প্রশ্নের যেন অন্ত নেই।বাঁশখালীতে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে ততই পরিলক্ষিত হয় নির্বাচন নিয়ে বিভিন্ন নাটকীয়তার দৃশ্য।এবারের তফসিল ঘোষণায় গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন  তফসিল থেকে বাদ দেওয়া হলো?কার নাটকীয় কারিষ্মাতে বন্ধ হলো গণ্ডামারা ইউপি নির্বাচন? কে হবে এই নাটকের মূল নায়ক? তা জানার অপেক্ষায় সচেতন মহল।

এবারের বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে ইভিএম মেশিনের মাধ্যমে।অর্থাৎ প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা পত্রে উল্লেখ করা হয়।এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন,বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন ২০২২ ইং অনুষ্ঠিত হবে।এতে চেয়ারম্যান পদে,সংরক্ষিত সদস্য পদ ও সাধারণ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাঁশখালীর ১৩  ইউনিয়ন পরিষদে নির্বাচন ১৫ জুন৷  গণ্ডামারা ছাড়া বাঁশখালীর ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে,বাছাই ১৯ মে,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে,প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সাধারণ ভোটাররা তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন কিনা?অপরদিকে মনোনয়ন প্রত্যাশিরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা তা নিয়েও সন্দিহান অনেক প্রত্যাশিরা।

গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে তফসিল থেকে কেন বাদ দেওয়া হয়েছে তা জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন,এই ব্যাপারে সঠিক তথ্য হয়তো প্রধান নির্বাচন কমিশনের কাছে থাকবে।যেহেতু  কোন তথ্য এখনো পর্যন্ত উপজেলাতে আসেনি সুতরাং বাঁশখালীর ১৩ টি ইউনিয়নে নির্বাচন হবে কিন্তু গণ্ডামারায় কেন হবেনা এই ব্যাপারে তিনি মন্তব্য করতে পারছেননা বলে জানান ফয়সাল আলম।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত