গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) সকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের ১৬৫ পরিবার এবং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেনের নিজ অর্থায়নে আরো ৩০০টিসহ মোট ৪৬৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণ করেন হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মো. সেলিম রেজা, হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. কিরণ, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. বাদশা মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ পিন্টু মিয়া, ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার জেসমিন আক্তার, ৪, ৫, ৬নং ওওয়ার্ডের মহিলা মেম্বার জাহানারা বেগমসহ সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় হেসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন বলেন, আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্যও দেয়া করবেন। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান