চন্দনাইশে বীবে মুক্তিযোদ্ধাদের মাঝে ওসির ঈদ উপহার
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঈদ উপহার বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চন্দনাইশের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেনে।আজ ৩০ এপ্রিল শনিবার থানার প্রাঙ্গণে এই ঈদ উপহার দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন। এসআই উপন বড়ুয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, থানার এসআই যথাক্রমে মোঃ হাছান উদ্দিন, আব্দুল কাদের, এএসআই যথাক্রমে ছোটন চন্দ্র দাস, নিতেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও থানার পুলিশ সদস্যবৃন্দ। এসময় ওসি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান রক্ষার্থে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম