পত্নীতলা উপজেলা প্রেসক্লাব থেকে ৩ জনকে বহিষ্কার
নওগাঁর পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিউল আরিফের (শাওন) বিরুদ্ধে প্রেস কার্ড বিক্রয়, চাঁদাবাজি, প্রেসক্লাবের সদস্যদ্যের সাথে অশ্লীল ফোন রেকর্ড, গুজব ও মিথ্যাচার ছাড়ানো, পদবির অপব্যবহার, সাইবার বুলিং ইত্যাদি কার্যকালাপে যুক্ত থাকায় প্রেসক্লাবের সকল সদস্যের স্বাক্ষরিত বহিষ্কারের আবেদনের পরিপ্রেক্ষিতে গভীর তদন্তসাপেক্ষে আনীত অভিযোগের সত্যতা ও প্রমাণাদি পাওয়ায় সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে সদস্য মাহমুন্নবীর অশ্লীল ফোন রেকর্ড, গুজব ও মিথ্যাচার ছাড়ানো, সাইবার বুলিং, রাষ্ট্র ও প্রশাসনবিরোধী কার্যকালাপে প্রত্যক্ষভাবে এবং সদস্য জামিল পরোক্ষভাবে যুক্ত থাকায় তদন্তসাপেক্ষে ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে উপরোক্ত অভিযোগের প্রমাণাদি পাওয়ায় পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের সদস্য পদও বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) প্রেসক্লাব কর্তৃক পৃথক বিজ্ঞপ্তিতে বহিষ্কার সংক্রান্ত স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সাথে যেসব ব্যক্তি ও কুচক্রীরা সাংবাদিকতার নামের অপব্যবহার করে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সংশ্লিষ্ট মন্দ কাজের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদিক ও সাংবাদিক ও সচেতন মহল।
জামান / জামান