ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঈদ আনন্দ : যমুনায় বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৩১

যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দকে উপভোগ করতে মেতেছে বিনোদনপ্রেমীরা। এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ী এলাকায় পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দেখতে ছুটে আসছেন টাঙ্গাইলসহ দেশের নানা প্রান্তের মানুষ। এই বিনোদন কেন্দ্রে সন্ধ্যায় সূর্যাস্ত দেখা মেলায় প্রকৃতির পরিবেশ হয়ে ওঠে মনোরম। 

শুধুু তাই নয়, বঙ্গবন্ধু সেতু ছাড়াও রয়েছে আনন্দ পার্ক, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট, জাদুঘর, শিশু পার্ক, বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল, বঙ্গবন্ধু সেনানিবাস কপি হাউজ ও বিপনীবিতান মার্কেট, সুইমিংপুল। দর্শনার্থীদের জন্য রয়েছে নৌকা বা ছোট ট্রালার যোগে নদী পথে সেতু দেখার ব্যবস্থা। এদিকে, ঈদকে কেন্দ্র করে পাথরঘাটে নৌকা সারিবদ্ধভাবে মাঝিরা সাজিয়ে রেখেছেন দর্শনার্থীদের জন্য। এখানে অসংখ্য কোমল, ফুসকাসহ নানা রকম দোকানপাট গড়ে উঠেছে।

সরেজমিন বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের পাথরঘাট এলাকায় ঘুরে দেখা যায়- যমুনা পাড়ে সূর্য্যাস্ত দেখতে পরিবার-পরিজন নিয়ে, কেউ তাদের পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন। এখানে নৌকা বা ট্রলার দিয়ে ঘুরতে জনপ্রতি ৪০-৫০ টাকা দিয়ে সেতু দেখছেন খুব কাছ থেকে। পাশেই নির্মাণধীন রেল সেতুর দেখছেন। 

সিরাজগঞ্জের গোয়লা থেকে ঘুরতে আসা লিপা আক্তার বলেন, সারাবছর আমরা ব্যস্ত থাকি সংসার নিয়ে। ঈদের দিন অন্যদিনগুলো থেকে আমাদের কাছে বিশেষ একটি দিন। তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। 

সরিষাবাড়ী থেকে আসা ছন্দা বলেন, করোনার কারণে গেল দুই বছর ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি পরিবার নিয়ে। এবার যেহেতু করোনার প্রকোপ কম, তাই ঈদ উপলক্ষে ঘুরতে এসেছি। এর আগে কখনো বঙ্গবন্ধু সেতু কাছ থেকে দেখতে পারিনি। এখানে এসে খুব ভালো লাগছে।

গাজীপুর থেকে আসা মো. হেমায়েত উল্লাহ বলেন, শহরে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে ঈদকে কেন্দ্র করে ছেলে-মেয়ে ও ভাতিজি নিয়ে এই প্রথম বঙ্গবন্ধু সেতু দেখতে এসেছি। এখানে প্রচুর মানুষ। বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ পেয়েছে তাই সরকারের উচিত আরও উন্নত ব্যবস্থা করাসহ এদিকে নজর দেয়া।

স্থানীয় শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের যমুনা নদীর পাথর ঘাট এলাকাটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। সেতু নির্মাণ হওয়ার পর থেকে সেতু দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। টাঙ্গাইলের তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বঙ্গবন্ধু সেতু এলাকাকে বেছে নেন বিনোদনপ্রেমীরা। সরকারিভাবে উদ্যোগ নিলে এখানে দেশের বৃহতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, যেখানে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে সরকার ও স্থানীয় ব্যবসায়ীরা।

অপরদিকে, দর্শনার্থীদের নিরাপত্তায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পক্ষ থেকে গত বছরের মতো এবারো ব্যবস্থা করা হয়েছে বাড়তি নিরাপত্তার।  এছাড়া সাধারণ দর্শনার্থীসহ রাজনীতিবিধ দেশের বিশিষ্ঠ্যদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। সেতু এলাকায় টহল পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ফজলুল হক মল্লিক বলেন, এখানে দেশের বিভিন্ন জেলার দর্শানার্থীরা আসছে। তাদের নিরাপত্তায় আমাদের সেতু পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দর্শনার্থীরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর বা হয়রানিমূলক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু