ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

উন্নয়নের ছোঁয়া লাগেনি গণ্ডামারা সকাল বাজার সড়কে


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৪১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার সকাল বাজার সড়কে দীর্ঘ ৫-৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে থাকার ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। গত বুধবার সকালে সরেজমিন সড়কটির বেহাল অবস্থা দেখা গেছে।

পশ্চিম বড়ঘোনা সকাল বাজারস্থ সড়কটি জনবহুল চলাচল সড়ক বাংলা বাজার ব্রিজ থেকে সকাল সংযোগ সড়ক এবং নোয়া মার্কেট খাটখালী মোহনা সংযোগ সড়ক দুটির যেমন বেহাল পরিণতি, ঠিক তেমনি সকাল বাজার থেকে গণ্ডামারা সংযোগ সড়কটিরও নাজুক পরিস্থিতি। এ দুটি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের দিন সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয় সকাল বাজারস্থ সড়কে।

বিগত ৫-৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই দুই সড়কে। এতে গাড়ি চলাচল করার দূরে কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচল করারও অক্ষম হয়ে পড়েছে সড়ক দুটি। এমন বেহাল পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় জনসাধারণ।

পরিদর্শনকালে সকাল বাজার ও বাংলা বাজার ব্যবসায়ী মুহাম্মদ করিম সওদাগর, ফরিদ, ওবায়দুল্লাহ, এমরানুল হক, মোহাম্মদ হারুন, কাইসার, হাব্বানিয়া বাজারের ফরিদুল আলম রানা, আবু সওদাগর, নুরুল আলম, মৌলানা হাসান, মনছুর ও ফার্মিস ফরিদসহ অনেকে বলেন, সকাল বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ার ফলে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া নোয়া বাজার থেকে খাটখালী বাজার সংযোগ সড়কটির পরিস্থিতি আরো বেশি করুণ হয়ে পড়েছে। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার দরুন খুবই নাজুক অবস্থা হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের এই সড়ক দুটি খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল চলাচল সড়ক।

হাটখালী এলাকাটি ফিশারি এলাকা হিসেবে দেশব্যাপী প্রসিদ্ধ। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে প্রতিনিয়়ত ব্যবসায়ীরা মাছ সংগ্রহ করতে আসেন। তাছাড়া বেশ কয়েকটি বরফ মিলও রয়েছে এই এলাকায়। চলাচলের সড়কের বেহাল দশার ফলে ব্যবসায়ীরা লোকসান গুনছেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের বেহাল দশার কারণে ডেলিভারির রোগী মেডিকেল নেয়ার পথে অনেক সময় মৃত্যুুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।

তাছাড়া এস আলম ও চায়না যৌথভাবে নির্মাণমাধীন বহুল আলোচিত বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের গণ্ডামারা এলাকায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রজেক্ট এস আলম পাওয়ার প্ল্যান্ট স্থাপন হচ্ছে। নানা আলোচনা-সমালোচনালব্ধ এই প্রজেক্টের নির্মাণকাজের জন্য সমস্ত মালামাল বহনকারী ট্রাক, ডেম্পারসহ সব ধরনের গাড়ি বাংলা বাজার হয়ে  সকাল বাজার সড়ক ও টাইম বাজার হয়ে গণ্ডামারা সড়ক দুটি দিয়ে চলাচল করার ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় একেবারেই নাজুক পরিস্থিতি হয়ে গেছে এই সড়ক দুটি। সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার দৃশ্য গণ্ডামারা ইউনিয়নের সড়কের উন্নয়ন যেন পানিতে ভাসছে। সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবিও জানান স্থানীয়রা।

উল্লেখ্য, টাইম বাজার থেকে গণ্ডামারা বাজার সংযোগ সড়কের আরো করুণ পরিস্থিতি। প্রজেক্টের মালামাল বহনকারী ট্রাক, ডেম্পার যাতায়াতের ফলে সড়কে সৃষ্ট বড় বড় গর্তের কারণে সড়কটিতে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছে। ইতোমধ্যে মাঝে কিছু ইট দ্বারা রিপিয়ারিং করা হলেও তা যথাযথ হচ্ছে না বলে জানান স্থানীয়রা।

জামান / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত