ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাউফলে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন : ১৪৪ ধারা জারি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৫৪

পটুয়াখালী বাউফল উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এমপির পক্ষে পৌর শহরের বাংলাবাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাসভবনে সামনে এবং বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বাউফল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। 

সকাল ১০টার সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আবদুল মোতালেব হাওলাদারকে অপসাণের  দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর  সম্পাদক ফরিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন বলেন, গত ২৫ এপ্রিল দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, সাংবাদিকসহ প্রায় দুই হাজার রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ইফতার মাহফিলে উপস্থিত না হয়ে ২৭ এপ্রিল দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে  দলের নাম ব্যবহার করে বিভিন্ন দলের লোকজন নিয়ে ইফতার পার্টির নামে অশালীন, অসত্য, অরুচিকর ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেন। এমনকি মোতালেব হাওলাদার দলের সভাপতি ও সাবেক চিফ  হুইপ আ স ম  ফিরোজ এমপিকে দলীয় কার্যালয় জনতা ভবনে ঢুকতে দেয়া হবে না বলে হুমকি দেন। এছাড়াও দলীয় গঠনতন্ত্র ভঙ্গ করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ক্ষুব্ধ প্রতিক্রিয়াসহ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সাধারণ সম্পাদক পদ থেকে আবদুল মোতালেব হাওলাদারকে অপসারণের দাবি করেছে। 

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম ফারুক, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান,ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু, গোলাম কিবরিয়া পান্নু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কামাল বিশ্বাস, মো. শাহিন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদকসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

একই দিন বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। বিভিন্ন অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এমপিকে অভিযুক্ত করেছেন সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। 

উল্লেখ্য, একই সময় উভয়পক্ষ দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন ডাকলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করে দলীয় কার্যালয় জনতা ভবনে মিছিল ও সভা-সমাবেশ বন্ধ করে দেয়। দিনভর পৌর শহরে উত্তেজনা বিরাজ করে। মোতায়ন করা হয় বিপুলসংখ্যক পুলিশ।

 

জামান / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত