ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বিরামপুরে মানবিকতার পরিচয় দিলেন ইউএনও পরিমল সরকার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ১:৫৬
দিনাজপুরের বিরামপুরে রতন নামে মানসিক ভারসাম্যহীন এক ছেলেকে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। মানসিক ভারসাম্যহীন ছেলেটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। সে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ ছিল।
 
থানা পুলিশ সূূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বিরামপুর পৌর শহরের বেলডাঙ্গা নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় চোর সন্দেহে রতনকে স্থানীয়রা বৈদ্যুতিক পোলের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে রতনকে উদ্ধার করে। সকালে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয়রা ইউএনওর নিকট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেটির কঠিন শাস্তি দাবি করেন।
 
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলার টেকনেশিয়ান শাহিন পারভেজ জানান, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্যার ছেলেটির পরিচয় জানতে চাইলে ছেলেটি তার নাম রতন ছাড়া আর কিছুই বলতে না পারায় তিনি বুঝতে পারেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরবর্তীতে অনেক চেষ্টার পর ভারসাম্যহীন ছেলেটি তার পিতার নাম ও গ্রামের নাম বলতে পারে। কিন্তু থানা ও জেলার নাম বলতে না পারায় স্যার জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে উক্ত গ্রামসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের পরিচয় বের করেন এবং চেয়ারম্যানকে ফোন করে ছেলেটির পরিচয় শনাক্ত করেন।
 
পরে ভারসাম্যহীন ছেলেটিকে ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে অফিসে কর্মরত কর্মচারীদের ছেলেটির খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ সার্বক্ষণিক দেখাশোনা করার নির্দেশ প্রদান করেন ইউএনও।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির আংশিক তথ্য ও জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নিশ্চিত হই ছেলেটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে রাতেই ছেলেটির পিতা গোপাল চন্দ্র ছেলেকে নিতে আসেন। পরবর্তীতে অঙ্গীকারনামার মাধ্যমে ভারসাম্যহীন ছেলেটিকে তার পিতার কাছে হস্থান্তর এবং আর্থিক সহযোগিতা করা হয়।
 
এদিকে, ছেলেকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বাবা গোপাল চন্দ্র জানান, ইউএনও স্যারের জন্যই আজ আমার ভারসাম্যমীন ছেলেটিকে খুজেঁ পেলাম। পৃথিবীতে এত ভাল মানুষ এখনো আছে, সেটি আমার জানা ছিল না। স্যার না থাকলে হয়তো আমার ছেলেকে আর কোনোদিন খুঁজে পেতাম না। আমিসহ আমার পরিবারের লোকজন তাকে খুজেঁ পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

এমএসএম / জামান

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু