বিরামপুরে মানবিকতার পরিচয় দিলেন ইউএনও পরিমল সরকার

দিনাজপুরের বিরামপুরে রতন নামে মানসিক ভারসাম্যহীন এক ছেলেকে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। মানসিক ভারসাম্যহীন ছেলেটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। সে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ ছিল।
থানা পুলিশ সূূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বিরামপুর পৌর শহরের বেলডাঙ্গা নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় চোর সন্দেহে রতনকে স্থানীয়রা বৈদ্যুতিক পোলের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে রতনকে উদ্ধার করে। সকালে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয়রা ইউএনওর নিকট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেটির কঠিন শাস্তি দাবি করেন।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলার টেকনেশিয়ান শাহিন পারভেজ জানান, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্যার ছেলেটির পরিচয় জানতে চাইলে ছেলেটি তার নাম রতন ছাড়া আর কিছুই বলতে না পারায় তিনি বুঝতে পারেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরবর্তীতে অনেক চেষ্টার পর ভারসাম্যহীন ছেলেটি তার পিতার নাম ও গ্রামের নাম বলতে পারে। কিন্তু থানা ও জেলার নাম বলতে না পারায় স্যার জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে উক্ত গ্রামসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের পরিচয় বের করেন এবং চেয়ারম্যানকে ফোন করে ছেলেটির পরিচয় শনাক্ত করেন।
পরে ভারসাম্যহীন ছেলেটিকে ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে অফিসে কর্মরত কর্মচারীদের ছেলেটির খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ সার্বক্ষণিক দেখাশোনা করার নির্দেশ প্রদান করেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির আংশিক তথ্য ও জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নিশ্চিত হই ছেলেটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে রাতেই ছেলেটির পিতা গোপাল চন্দ্র ছেলেকে নিতে আসেন। পরবর্তীতে অঙ্গীকারনামার মাধ্যমে ভারসাম্যহীন ছেলেটিকে তার পিতার কাছে হস্থান্তর এবং আর্থিক সহযোগিতা করা হয়।
এদিকে, ছেলেকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বাবা গোপাল চন্দ্র জানান, ইউএনও স্যারের জন্যই আজ আমার ভারসাম্যমীন ছেলেটিকে খুজেঁ পেলাম। পৃথিবীতে এত ভাল মানুষ এখনো আছে, সেটি আমার জানা ছিল না। স্যার না থাকলে হয়তো আমার ছেলেকে আর কোনোদিন খুঁজে পেতাম না। আমিসহ আমার পরিবারের লোকজন তাকে খুজেঁ পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।
এমএসএম / জামান

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

হৃদয়বিদারক সমাপ্তি উন্নত চিকিৎসার আগেই চলে গেলেন অসহায় শহিদ মিয়া

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Link Copied