ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ৫


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ২:২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ ১ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ইসরাফিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৮ মে) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারশাইল-দুর্গাপুর গ্রামে। এ সময় দুপক্ষের মধ্যকার হামলা-পাল্টা হামলায় দুই নারীসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চাঞ্চল্যকর ইসরাফিল হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এ ঘটনায় রোববার রাতে ঘাতক সজিবসহ ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল-দুর্গাপুর গ্রামের হানিফ মিয়া ও পার্শ্ববর্তী বাড়ির মোক্তল হোসেনের মধ্যে বসতবাড়ির পাশের ১ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস-দরবার হলেও সমাধান না হওয়ায় পরবর্তীতে উভয়পক্ষ কনকাপৈত চেয়ারম্যানের নিকট বিচারের আবেদন করে। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিষদে বসে নিষ্পত্তির চেষ্টা করেন।

এদিকে, হানিফ মিয়া বিরোধপূর্ণ ১ শতাংশ জায়গার মালিকানা চেয়ে মোক্তল হোসেনকে বিবাদী করে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন এবং মামলাটি বিচারাধীন থাকাবস্থায় গতকাল রোববার দুপুরে মোক্তল হোসেন বিরোধপূর্ণ জায়গায় খড়ের গাঁদা (ছিন) তৈরি করে জমিটি দখলের চেষ্টা করে। এ সময় হানিফ মিয়ার ছেলে ইসরাফিলের নেতৃত্বে ও তার ভাই সালমানসহ পরিবারের লোকজন নিয়ে বাধা দিতে গেলে মোক্তল হোসেনের ছেলে সজিবের নেতৃত্বে পরিবারের লোকজন লাঠিসোঁটা ও ছুরি নিয়ে ইসরাফিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সজিবের ছুরিকাঘাতে ইসরাফিল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ইসরাফিলের আর্তচিৎকারে তার চাচাতো ভাই রামীম, মা রিনা বেগম ও চাচি আয়েশা বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে মোক্তল হোসেনের ছেলে ও মেয়েরা তাদে লাঠিপেটা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ইসরাফিলসহ অপর আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। ইসরাফিলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মোক্তল হোসেন, তার স্ত্রী-মেয়েসহ পরিবারের ৫ সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর থেকে ঘাতক সজিব পলাতক রয়েছে।

নিহত ইসরাফিলের মা রিনা বেগম বলেন, চিৎকার শুনে গিয়ে দেখি ঘাতক সজিব আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। ছেলেকে বাঁচাতে গেলে তারা আমাকেও পিটিয়ে গুরুতর আহত করে। আমার চোখের সামনে তারা আমার কলিজার টুকরা ছেলেকে কুপিয়ে হত্যা করছে। আমি এ হত্যার বিচার চাই’।
 
কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, মোক্তল হোসেনের সাথে নিহত ইসরাফিলের বাবা হানিফ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিশী বৈঠক হয়। বিরোধটি নিষ্পত্তি না হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ইসরাফিল নামে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার এজহারভুক্ত আসামিরা হলেন- মোক্তল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে সজিব, মেয়ে নাছরিন, আইরিন, মৌসুমী। প্রধান অভিযুক্ত সজিবকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।

এমএসএম / জামান

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার

জেলা ছাত্রদলের সভাপতি পদ ফিরে পেয়ে শত শত নেতাকর্মীর সঙ্গে বরিশালে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু