তফসীলের পর গণ্ডামারায় সড়ক সংস্কার কাজ
![](/storage/2022/May/EjIrNyPtdl4n39d0d0DGNjEaf0UzZEKH7GX0pzB5.jpg)
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পরেই হাজী দুদু মিয়া ফাউণ্ডেশনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী সড়ক সংস্কার করেছে মর্মে অভিযোগ উঠেছে। ১০ মে(মঙ্গলবার) সকালে পরিদর্শন কালে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিগত ৬/৭ বছর যাবত সংস্কার বিহীন হয়ে নাজুক অবস্থা পড়ে আছে বাঁশখালীর জনবহুল চলাচলের গণ্ডামারা ইউনিয়নের বাংলা বাজার থেকে সকাল বাজার সংযোগ সড়কটি।উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই সড়কে।এরই নির্বাচনের তফসিল ঘোষণার পর গণ্ডামারা ইউনিয়ন বিভিন্ন সড়কে নাজুক পরিস্থিতি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সোস্যাল মিড়িয়াতে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
স্থানীয় দোকান পার্টেও চলছে অবহেলিত গণ্ডামারা ইউনিয়নের নাজুক পরিস্থিতির গল্প।দীর্ঘ ৬/৭ বছর যাবত বাংলা বাজার থেকে সকাল বাজার সংযোগ সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে ওই সড়কটি।এতে চরম ভোগান্তিতে স্থানীয় জনসাধারণ।ঈদের দিন সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে গেছে ওই সড়কে।এতে পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছে।তফসিলের পর থেকে বিভিন্ন মহলে গণ্ডামারা ইউনিয়নের গ্রামীণ সড়ক গুলোর নাজুক পরিস্থিতি নিয়ে নানান আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে গত এপ্রিলের শেষের দিকে নির্বাচন কমিশন চট্টগ্রামে ১৩৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ওই তফসিলে বাঁশখালী উপজেলার ১৪ টি ইউপির মধ্যে ১৩ টি ইউপিতে আগামী ১৫ জুন নির্বাচন হবে মর্মে ১ম ধাপে তফসিল ঘোষণা করলেও ওই তফসিল থেকে বাদ পড়েছিল গণ্ডামারা ইউপি নির্বাচন।এই নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়া জুড়ে স্থানীয় লেয়াকত আলীর ইন্ধনে ঘোষিত তফসিল থেকে গণ্ডামারা ইউপি নির্বাচন বাদ গেছে মর্মে তোলপাড় সৃষ্টি হয়েছিল।এসময় উঠে আসে বিএনপির বহিষ্কৃত নেতা লেয়াকত আলীর সাথে গণ্ডামারা ইউনিয়ন আওয়ামী সভাপতি মাষ্টার শামসুল আলমের গোপন যোগসাজশের কথাও।আওয়ামী নেতা মাস্টার শামসুল আলম ও বিএনপির বহিষ্কৃত নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীর ইন্ধনে গণ্ডামারা ইউনিয়নের নাম ঘোষিত তফসিল থেকে বাদ গেছে বলে অভিযোগ উঠে।
তাছাড়া বিএনপির বহিষ্কৃত নেতা লেয়াকত আলীর সাথে আওয়ামী নেতা শামসুল আলম এর দীর্ঘ গোপন যোগসাজশের বিষয় নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে।মাস্টার শামসুল আলম আওয়ামীলীগের মূখোশ পুরিধান করে পুরো গণ্ডামারা জুড়ে বিএনপির বহিষ্কৃত নেতা লেয়াকত আলীর এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।ঈদের দিন গণ্ডামারা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে স্থানীয় আওয়ামী নেতা নুরুল মোস্তফা সিকদার(সংগ্রাম)'র কাছে ছুটে আসেন শত শত জনসাধারণ।বিভিন্ন এলাকা থেকে ঈদের শুভেচ্ছা জানাতে ছুটে আসা অনেকে দীর্ঘদিন যাবত গণ্ডামারা ইউনিয়নের বিভিন্ন সড়ক গুলো সংস্কার বিহীন হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়া সহ অবহেলিত গণ্ডামারা ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)র সাথে বলেন।এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আওমীলীগ নেতা সংগ্রাম বলেন,দেশের সর্ববৃত্তম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে,যার কারণে অবহেলিত গণ্ডামারার প্রতিটি জমির মূল্য আজকে স্বর্ণ তূল্যে পরিনত হয়েছে।
এই গণ্ডামারায় আরো অন্তত ৫০ টি ফ্যাক্টরী হবে।ইকোনমিক'স জোন হবে।এতে গণ্ডামারার প্রতিটি ইঞ্চি জমির দাম হবে স্বর্ণ তূল্য।এসময় তিনি আরো বলেন,বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করলেও বিভিন্ন নাটকীয়তার কারণে প্রাথমিক তফসিল থেকে গণ্ডামারা ইউনিয়ন বাদ দেওয়া হয়েছিল,আর এই নাটকীয়তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিল গণ্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল আলমের।সাম্প্রতিক কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিরোধী বাপ দাদার বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির নামে আন্দোলন করে মানুষের রক্তের খোলি খেলার পাশাপাশি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছিল।মুলত ওই আন্দোলন চেয়ারম্যান হওয়ার স্বপ্ন নিয়ে এলাকার মানুষকে একত্রিত করা এবং প্রজেক্টের দায়িত্ব একক ভাবে হাতে নিয়ে হাজার কোটি টাকার মালিক হওয়ার কৌশল।
যাহা গণ্ডামারা ইউনিয়নের মানুষ ইতিমধ্যে জেনে গেছে।দীর্ঘ ৫ বছর পর গণ্ডামারা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ আবারও তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার আশা বুকে ধারণ করে নির্বাচনী আমেজ ফুটে উঠেছিল পুরো গণ্ডামারা জুড়ে।তাছাড়া বাঁশখালী উপজেলাধীন ১৪টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে এবার নতুন ভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে খবর ছড়িয়ে পড়ায় এই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার পছন্দের প্রার্থীদেরকে প্রদান করার উৎসাহ উদ্দীপনা ছিল অন্য রকম।কিন্তু গত এপ্রিলের শেষের দিকে প্রাথমিক ভাবে বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও ঘোষিত তফসিল থেকে বাদ পড়েছিল গণ্ডামারা ইউনিয়নের নাম।ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল থেকে গণ্ডামারা ইউনিয়নের নাম বাদ পড়ার খবরে হতাশ হয়ে পড়েছিল স্থানীয় সচেতন মহল সহ সাধারণ ভোটাররা।
কিন্তু সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে বাঁশখালীতে গণ্ডামারা সহ ১৪টি ইউপিতে আগামী ১৫ জুন অনুুষ্ঠিত হবে মর্মে গত ২৫ এপ্রিল পুনরায় নির্বাচনী তফসিল করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গণ্ডামারা সহ বাঁশখালীতে ১৪ টি ইউনিয়নে ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশনের পুনরায় তফসিল ঘোষণার খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সোস্যাল মিডিয়া জুড়ে চলছে বিভিন্ন মহলের স্বস্তির কথা।এসময় নির্বাচন কমিশনের সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানান বিভিন্ন সচেতন মহল।
নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় জন প্রতিনিধিরা নিজস্ব অর্থায়ন,ফাউন্ডেশন কিংবা পরিষদের পক্ষ থেকে কোন ধরনের সংস্কার কাজ করা নিষেধ শুধু তা নয় আইনত অপরাধও বটে।এরই মধ্যে বাঁশখালীতে নির্বাচনের তফসিল ঘোষণার পর গণ্ডামারা ইউনিয়নে দুদু মিয়া ফাউণ্ডেশনের পক্ষ থেকে সংস্কার শুরু করেন ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী।সোমবার সকালে পরিদর্শন কালে দেখা যায় সড়ক সংস্কার কাজ করার চিত্র। গেলো ২৫ এপ্রিল ২২ইং তারিখ চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়নে নির্বাচনের তফসীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর পর থেকে সোস্যাল মিডিয়ায় গণ্ডামারা ইউনিয়নের বিভিন্ন সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরেন। বিগত ৫ বছর উন্নয়নে ছোঁয়া লাগেনি ওই সড়কে এমন সমালোচনার ঝড় উঠে পুরো এলাকা জুড়ে। এরই মধ্যে নির্বাচনের তফসীল ঘোষণার পর ৮ মে রোববার থেকে শুরু হয় সংস্কার কাজ। বিভিন্ন ফেইসবুক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই সড়কের সংস্কার কাজের চিত্র।যাহা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনও বটে। পরিদর্শনকালে স্থানীয়রা বলেন,বিগত ৫ বছরে এই সড়কে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি,একই সাথে মনাজি পুকুর পাড় থেকে গণ্ডামারা রুহুল আমিন তালুকদার সংযোগ সড়ক এবং চৌধুরী বাড়ি নতুন সড়ক ও নেইত্ত্যার বাড়ি সড়কের সংস্কার কাজও চালিয়ে যাচ্ছে ওই ফাউন্ডেশন এর পক্ষ থেকে চেয়ারম্যান লেয়াকত আলী। কিন্তু নির্বাচনের তফসীল ঘোষণার পরে হঠাৎ করে রোববার থেকে হাজী দুদু মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্কার কাজ করা হচ্ছে মর্মে কাজ শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান,আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছ থেকে ভোটাধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনের তফসীল ঘোষণার পরে সড়কটির সংস্কার কাজ শুরু করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।যাহা আচরণ বিধি লঙ্ঘন শুধু তা নয় বরং আইনত দন্ডনীয় অপরাধও বটে।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় কোন প্রতিনিধি নিজস্ব অর্থায়ন,ব্যক্তি ফাউন্ডেশন কিংবা পরিষদের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা কোন সংস্কার কাজ করা সম্পূর্ণ নিষেধ।স্থানীয় ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী হাজী দুদু মিয়া ফাউন্ডেশন নামক ব্যক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণ্ডামারা ইউনিয়নের বাংলা বাজার থেকে সকাল বাজার সংযোগ সড়ক সহ বিভিন্ন সড়কের যেই সংস্কার কাজ করে যাচ্ছে তা আমি জানতে পেরেছি। যাহা মূলত আইনত অপরাধ।উক্ত বিষয়টি আমি একজন সংবাদ কর্মীর কাছ থেকে জানতে পেরেছি,বিষয়টি নিয়ে গণ্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীর সাথে ফোনে যোগাযোগ করতে কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু মোবাইল সংযোগ না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেছে কিনা?জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন,এ পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
![](/storage/2025/February/xCCUMD1AfiKrgevH5rZKnZ14AUCMyunEY6sdQij9.jpg)
দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের জের, এসআইকে প্রত্যাহার
![](/storage/2025/February/IJd0lMys0xSzhLeRXBF5TDxNJcPHzOgAC5CDOHOj.jpg)
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
![](/storage/2025/February/hLwoKUF2gG16R0mFxONIIXjc3jRVP8JGjVGEVDy5.jpg)
মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন
![](/storage/2025/February/nIKFlzFQAWxtZjUqEE6JuUmHCUFoYp9nLQQZrfNQ.jpg)
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
![](/storage/2025/February/QOJj9rgHCS8FmIrXcOxCSjTiV4xiWzEMSYkLkdDR.jpg)
নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
![](/storage/2025/February/FrEtnSUC7VUZJilGaP7ycKUZgZVyqzSxgknZmgVP.jpg)
বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন
![](/storage/2025/February/Zjq0MJMQpzv9Nk5gHtn2tzFJfGX19HrgZ9y6VAA8.jpg)
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম
![](/storage/2025/February/NRJ4vg1paP9XscGRDodDRdzIpKm9MlfDtHZINmJh.jpg)
দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![](/storage/2025/February/DKzQH0mvEagnuZlL5LkxMIxJLDdbSpgN7u8fpjbZ.jpg)
আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](/storage/2025/February/xX6lgmhSL1T2BPrVIu3FaobTmMOCJ4l7RHZkT67t.jpg)
এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন
![](/storage/2025/February/PiY2wZlKj8dHk8qwQyqyqiRVjSPRoJ9JpD5eBVXS.jpg)
বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার
![](/storage/2025/February/OEjeTgXmVQtBonlJZEg7vgiLrwOvvBZOeazbSQoL.jpg)
অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ
![](/storage/2025/February/2SG8VtpHjKiLsEqFClhXMnZyv8xWtSzTwA9b7rox.jpg)