ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পাটুরিয়া ঘাট থেকে গাবতলীর ভাড়া ৪০০, পথে নামালে টাকা ফেরত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:২১
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জসহ ৭ জেলায় লকডাউনের ঘোষণা দেয় সরকার।  গত ২২ জুন থেকে এ লকডাউন কার্যকর করা হয়েছে। লগডাউন সুষ্ঠুভাবে বাস্তবায়নে সর্বত্র মাঠে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের প্রশাসনিক কর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে করে নানান অজুহাতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। 
 
যানবাহন চলাচল বন্ধ থাকায় আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেটকারের মাধ্যমে যাত্রীরা ঢাকার দিকে যাচ্ছেন। এসব প্রাইভেটকারে যাত্রীদের কাছ থেকে আরিচা থেকে গাবতলীর ভাড়া নেয়া হচ্ছে ৪০০ টাকা করে। এ সময় যাত্রীদের শর্ত দেয়া হচ্ছে যে, পথে কোনো সমস্যা হলে বা যাত্রীদের নামিয়ে দিলে ভাড়ার টাকা ফেরত দেয়া হবে। এই শর্তে যাত্রীরা  আরিচা থেকে গাবতলীর ভাড়া ৪০০ টাকায় রাজি হয়ে ঢাকায় যাচ্ছেন। শুক্রবার (২৫ জুন) সকালে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটের পন্টুনে এমন চিত্র দেখা যায়।
 
সরেজমিন দেখা যায়, ঘাটে প্রায় ১২- ১৫টি প্রাইভেটকার যাত্রী ওঠানোর কাছে ব্যস্ত। এ সময় যাত্রীদের ওঠানোর জন্য তারা হাঁক-ডাক করে বলছে- ‘গাবতলীর ভাড়া ৪০০, পথে নামালে টাকা ফেরত’। এ সময় আরো দেখা যায়, প্রতিটি প্রাইভেটকারে যাত্রীদের ওঠানোর জন্য কিছু দালাল কাজ করছে, যারা প্রত্যেক গাড়িতে যাত্রী তুলে দেয়ার শর্তে ১০০ করে টাকা নিচ্ছে।
 
এ সময় কয়েকজন প্রাইভেটকার ড্রাইভারের সাথে বললে তারা জানান, করোনা সংক্রণের জন্য লগডাউনে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকি। এছাড়াও সপ্তাহে অনেক টাকা কিস্তি দিতে হয়, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই গাড়ি চালাই। আরিচা থেকে গাবতলীর ভাড়া ৪০০ টাকা নিচ্ছি। তবে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের ঝামেলায় রাস্তায় যাত্রীদের নামিয়ে দিলে ভাড়ার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হয়।
 
এ সময় তারা আরো জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ম্যাজিস্ট্রেট থাকায় যাত্রী নিয়ে আঞ্চলিক সড়ক (সিংগাইর সড়ক) ব্যবহার করে গাবতলী যেতে হয়। তবে এ সড়কেও মাঝেমধ্যে অভিযান হওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।
 
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর তদারকি হচ্ছে। এ মহাসড়ক হয়ে সাধারণ যাত্রীদের ঢাকার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। মহাসড়কে সব সময় হাইওয়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কোনোভাবেই কোনো যাত্রীবাহী পরিবহন ঢাকার দিতে যেতে পারবে না।
 
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। কোনোভাবেই কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে বিভিন্ন অজুহাতে যাত্রীরা চলাচল করার চেষ্টা করছেন বলে তিনি জানান।

এমএসএম / জামান

কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজ কে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা

মামলা তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই আতাউল মাহমুদ

সিংগাইরে উত্তর বকচরে ডা: জামাল সুপার মার্কেটের যাত্রা শুরু

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ, উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন

শেকৃবিতে আরও ৯ শিক্ষকের একাডেমিক দায়িত্ব সাময়িক স্থগিত

চিলমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

রায়গঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

মানিকগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়ালের মাটি ধসে শ্রমিকের মৃত্যু

রৌমারীতে বিদ্যালয়ে শিক্ষার্থী নেই, তবুও সরকারি বই বিতরণ