পাটুরিয়া ঘাট থেকে গাবতলীর ভাড়া ৪০০, পথে নামালে টাকা ফেরত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জসহ ৭ জেলায় লকডাউনের ঘোষণা দেয় সরকার। গত ২২ জুন থেকে এ লকডাউন কার্যকর করা হয়েছে। লগডাউন সুষ্ঠুভাবে বাস্তবায়নে সর্বত্র মাঠে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের প্রশাসনিক কর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে করে নানান অজুহাতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।
যানবাহন চলাচল বন্ধ থাকায় আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেটকারের মাধ্যমে যাত্রীরা ঢাকার দিকে যাচ্ছেন। এসব প্রাইভেটকারে যাত্রীদের কাছ থেকে আরিচা থেকে গাবতলীর ভাড়া নেয়া হচ্ছে ৪০০ টাকা করে। এ সময় যাত্রীদের শর্ত দেয়া হচ্ছে যে, পথে কোনো সমস্যা হলে বা যাত্রীদের নামিয়ে দিলে ভাড়ার টাকা ফেরত দেয়া হবে। এই শর্তে যাত্রীরা আরিচা থেকে গাবতলীর ভাড়া ৪০০ টাকায় রাজি হয়ে ঢাকায় যাচ্ছেন। শুক্রবার (২৫ জুন) সকালে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটের পন্টুনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ঘাটে প্রায় ১২- ১৫টি প্রাইভেটকার যাত্রী ওঠানোর কাছে ব্যস্ত। এ সময় যাত্রীদের ওঠানোর জন্য তারা হাঁক-ডাক করে বলছে- ‘গাবতলীর ভাড়া ৪০০, পথে নামালে টাকা ফেরত’। এ সময় আরো দেখা যায়, প্রতিটি প্রাইভেটকারে যাত্রীদের ওঠানোর জন্য কিছু দালাল কাজ করছে, যারা প্রত্যেক গাড়িতে যাত্রী তুলে দেয়ার শর্তে ১০০ করে টাকা নিচ্ছে।
এ সময় কয়েকজন প্রাইভেটকার ড্রাইভারের সাথে বললে তারা জানান, করোনা সংক্রণের জন্য লগডাউনে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকি। এছাড়াও সপ্তাহে অনেক টাকা কিস্তি দিতে হয়, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই গাড়ি চালাই। আরিচা থেকে গাবতলীর ভাড়া ৪০০ টাকা নিচ্ছি। তবে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের ঝামেলায় রাস্তায় যাত্রীদের নামিয়ে দিলে ভাড়ার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হয়।
এ সময় তারা আরো জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ম্যাজিস্ট্রেট থাকায় যাত্রী নিয়ে আঞ্চলিক সড়ক (সিংগাইর সড়ক) ব্যবহার করে গাবতলী যেতে হয়। তবে এ সড়কেও মাঝেমধ্যে অভিযান হওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর তদারকি হচ্ছে। এ মহাসড়ক হয়ে সাধারণ যাত্রীদের ঢাকার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। মহাসড়কে সব সময় হাইওয়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কোনোভাবেই কোনো যাত্রীবাহী পরিবহন ঢাকার দিতে যেতে পারবে না।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। কোনোভাবেই কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে বিভিন্ন অজুহাতে যাত্রীরা চলাচল করার চেষ্টা করছেন বলে তিনি জানান।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
Link Copied