শেকৃবিতে আরও ৯ শিক্ষকের একাডেমিক দায়িত্ব সাময়িক স্থগিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হুমকি, মিথ্যা মামলা দায়ের ও হলত্যাগে বাধ্য করার অভিযোগে ৯ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সকল কোর্স ও পরীক্ষা সংক্রান্ত একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১০৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত চলাকালীন নিরপেক্ষতা নিশ্চিত করতে তাদের দায়িত্বে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের হুমকি, হয়রানি, মামলা দায়ের এবং হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ মিললে সিন্ডিকেটের ১০৪তম সভায় তাদের একাডেমিক দায়িত্বে বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নোক্ত ৯ শিক্ষককে "পুনরাদেশ না দেওয়া পর্যন্ত" তাদের একাডেমিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। তারা হলেন-
১. অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ; সাবেক প্রভোস্ট, কবি কাজী নজরুল ইসলাম হল)
২. অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক বেগ (পোল্ট্রি বিজ্ঞান বিভাগ)
৩. অধ্যাপক ড. মোহাম্মদ আলী (কীটতত্ত্ব বিভাগ; সাবেক ডিন, কৃষি অনুষদ)
৪. অধ্যাপক ড. নুরজাহান বেগম (কৃষি রসায়ন বিভাগ)
৫. অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল (ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ)
৬. অধ্যাপক ড. মো: মিজানুর রহমান (কীটতত্ত্ব বিভাগ; সাধারণ সম্পাদক, নীল দল)
৭. অধ্যাপক ড. অশোক কুমার ঘোষ (ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ)
৮. অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত (মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ)
৯. অধ্যাপক ড. মো: সেকেন্দার আলী (কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ)
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার শেখ রেজাউল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে সিন্ডিকেট পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, "আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি