ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প এর আওতায় জাযমনির হাট ইউনিয়ন বাজার ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বাজার ব্যবস্থাপনা কমিটি সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে বাজার ব্যবহারকারী বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , প্রভাতী প্রকল্পের প্রতিনিধি উপজেলা প্রকৌশলী হিসাব রক্ষক সাজ্জাদুল ইসলাম এবং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার। তিনি বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম, বাজারের সুশাসন, অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার তার বক্তব্যে বলেন, একটি বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, রাজস্ব বৃদ্ধি এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে নারী ব্যবসায়ী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বাজারকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে বাজার ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়,দায়িত্ববোধ ও জবাবদিহিতা থাকলে বাজারের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বাজারের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় বাজারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, অগ্নি নিরাপত্তা এবং নারী ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়।
উল্লেখ্য, কর্মশালাটি উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম কর্তৃক বাস্তবায়িত হয়।
এমএসএম / এমএসএম
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার
আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন
রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক