টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সমর্থনে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী পাক প্রস্তুতি সভা করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ নেতা। তারা হলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। গতকাল বুধবার সকালে টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভা মঞ্চে এসে তারা এ সমর্থনের কথা জানান।
তারা সবাই বিভক্ত গাজীপুর-২ ও বিলুপ্ত গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা সবাই এক মঞ্চে এসে এম.মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা ১৫ বছর জগদ্দল পাথর আওয়ামী দু:শাসনের নির্যাতনের শিকার হলেও দেশ এখন গুপ্ত ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী। তাই দেশের বৃহত্তর স্বার্থে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না। তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন। এছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এড. ড. সহিদুজ্জামান, আহাম্মেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিস, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপির সাবেক সহ- সভাপতি আকম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূইয়া, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুলইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান, ছাত্রদলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহিলা দলের সদস্য সচিব খাদিজা আক্তার বিনা, ওলামা দলের আহবায়ক কাজী মোস্তফা জামান খোকন, মৎস্যজীবী দলের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাজ বিন প্রবাল,মহানগর ছাএদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ টঙ্গীর ৫ থানা বিএনপির সুপার ফাইভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার
আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন
রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক