ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ক্লাজ ও চলামান পরীক্ষা বর্জন

ইভটিজিংয়ে বাধা, শিক্ষককে মারধর: বখাটের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২২ বিকাল ৫:৪০
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষককে শারীরিক লাঞ্ছিত ও মারধর এবং ছাত্রীদের ইভটিজিংসহ উক্ত্যক্ত করার প্রতিবাদে বখাটে শিশির (২৩) নামে এক যুবকের শাস্তি ও বিচারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে, অবরোধ কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা দুই লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
 
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় আধাঘন্টা উপজেলার মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে শিশিরের শাস্তি ও লাঞ্চিতের প্রতিবাদ বিক্ষোভ করেছেন সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ সরিয়ে বিদ্যালয় মাঠে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বখাটের বিরুদ্ধে অবস্থান নেন তারা। শিশির সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে।
 
এরআগে সকাল ১১ টায় সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত কুমার দীপককে বিদ্যালয়ের ভেতরেই শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করেন বখাটে শিশির। এরপর ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ আন্দোলন করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনন্দোন চলাকালে শিশিরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তি ও বিচারের দাবি জানান শিক্ষার্থী।
 
জানা যায়, বখাটে শিশির সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে। সে ওই বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন সময়ে স্কুলে আসা-যাওয়ার পথে রাস্তা-ঘাটে ও স্কুলে প্রবেশ করে দীর্ঘদিন ধরো ইভটিজিং করে আসছিল। এনিয়ে বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত কুমার দীপক গত দুই দিন আগে ইভটিজিংয়ের বাধা দিয়ে প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে আজ বৃহস্পতিবার সকালে স্কুলে প্রবেশ করে তাকে মারধর ও লাঞ্ছিত করে শিশির পালিয়ে যায়।
 
এ বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবোধ ও বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপ ও শিশিরকে গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ থেকে সরে যায় তারা। পরে বিদ্যালয় মাঠে গিয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা।
 
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মধ্যেই এই বখাটে শিশির ছাত্রীদের উত্যক্ত করে। অপরদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে বখাটে শিশিরের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। 
 
সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা জানান, শিক্ষক লাঞ্ছিতের ঘটনা তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি। পরে শিক্ষকদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বখাটে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 
 
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, শিক্ষককে লাঞ্ছিত ও মারধর এবং ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনার বিষয়ে শুনেছি। তবে, ওই শিক্ষক কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, দুপুরে শিক্ষার্থীরা সল্লা বাসস্ট্যান্ডে মহাসড়কে অবরোধ করার চেষ্টা করছিল। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আনন্দোলনরত শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে। এসময় যানজটের সৃষ্টি হলেও থেমে থেমে যানবাহন চলাচল করেছে। বর্তমানে কোন যানজট নেই।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু