ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মিরসরাইয়ে রাস্তার কাজে ঠিকাদারের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ২:১৬

সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কলেজ রোর্ড সংলগ্ন (মিরসরাই-ফটিকছড়ি সড়ক) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পূর্ব পাশে মিরসরাই-ফটিকছড়ি সড়কের ১২ কিলোমিটার রাস্তার নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠার হযরত শাহ জালাল ব্রিক ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০২১-২২ অর্থবছরে সড়ক সংস্কার কাজের অনুকূলে প্রায় ৪৪ লাভ ৯৯ হাজার ২০ টাকা বরাদ্ধ দেয়া হয়। মিরসরাই বিশ্বরোড থেকে ফটিকছড়ি পর্যন্ত ১২ কিলোমিটার পাহাড়ি এ সড়ক সংস্কারকাজের অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে হযরত শাহ জালাল ব্রিক ম্যানুফেকচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সরোজমিন দেখা যায়, পাহাড়ি আঁকাবাঁকা সড়কটির খানাখন্দগুলো পরিপূর্ণভাবে সংস্কার করার কথা থাকলেও খানাখন্দ রেখেই সংস্কারকাজ চালিয়ে যাচ্ছে নির্মাণকারী প্রতিষ্ঠান। এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান এ সড়ক সংস্কারকাজের জন্য নিম্নমানের পাথর (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিত্যক্ত বিটুমিন মিশ্রিত পাথর) এবং বালুমিশ্রিত পাথরও ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রকল্পগুলোতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্দের অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীদের।

স্থানীয় সুলতানা বাপ নামে পরিচিত এক ব্যক্তি অভিযোগ করে বলেন, বিশ্বরোড থেকে উপড়ে ফেলা পাথর দিয়ে এই রাস্তার সংস্কারের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তাটি কিছুদিনের মধ্যে আগের মতো খানাখন্দ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মুহসিন মিয়া  বলেন, আমরা আমাদের কাজ যথাযথভাবে করছি।  সড়ক ও জনপথের কর্মকর্তারা আমাকে ফোন দিয়ে বলেছেন, কাজের মান নিয়ে স্থানীয় ও সাংবাদিকরা অভিযোগ করছেন। কাজটি সঠিকভাবে করার জন্য তাগিদ দেন তারা।

এ বিষয়ে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আমারা প্রত্যকটা জায়গা টেস্ট করে ম্যাটেরিয়াল ব্যবহার করি। পাবলিক কিভাবে খারাপ বলছে তা আমি জানি না। কিছু কিছু ক্ষেত্রে পাবলিক এসব কাজগুলোতে অসন্তুষ্ট থাকে, তারা তো হাইওয়ে সড়কের বড় কাজের সাথে তুলনা করে। এ রাস্তার খানাখন্দ ভরাট করে সংস্কার করা কথা, আমরা  এটাকে  লিপস্টিক ওয়ার্ক  বলে থাকি।

এমএসএম / জামান

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক

৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনসহ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্নকূট মহোৎসব উদযাপন

নাঙ্গলকোট ব্র্যাক অফিসের উদ্যোগে সকলের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প উদ্বোধন