শিঘ্রই বিএনপির সাথে সংলাপঃ সিইসি
খুব শিঘ্রই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে সংলাপে বসার আহ্বান করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শুক্রবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আরো অনেক কাজই আমাদের করতে হবে। আজকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সংলাপের বিষয়ে কিভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব সে বিষয়ে আলোচনা করে কমিশনাররা পরে সিদ্ধান্ত নেব। তারা এখন বিভিন্ন জায়গায় আছেন। আমার বিশ্বাস আমরা অচিরেই বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বা আলোচনায় বসার আহ্বান করব। তবে সেটি কবে তা নিদিষ্ট করে বলতে পারছিনা হয়ত দুই-এক মাসের মধ্যে এটা হতে পারে।
এসময় ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করেছে এমন প্রশ্নে তিনি বলেন, ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো আমরা। এরপরে ইভিএম সক্ষমতা বাড়ানোর লক্ষে পরবর্তী চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷ ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে সাভার উপজেলা মিলায়তনে এক আলোচনা সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এরপর তিনি বেলুন ও পায়রা উড়িয়ে উক্ত হালনাগাত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর পার্শ্ববতী একটি বাড়িতে গিয়ে এক কিশোরীর তথ্য হালনাগাদ ফরম পূরণের মাধ্যমে হাতে কলমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেন।
এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি জাহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি
Link Copied