খুলনার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আইয়ের বিরুদ্ধে অসহায় মহিলার সংবাদ সম্মেলন
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত ও গুরুতর জখম হওয়ার ঘটনায় এমসি রিপোর্ট পর্যালোচনা ছাড়াই আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই আলিম।
রবিবার এমন অভিযোগ এনে কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গফুরুন্নেছা বেগম ওরফে খুকুমনি নামে এক নির্যাতিত অসহায় মহিলা। সংবাদ সম্মেলনে তার পক্ষে ছেলে ইউনুচ লিখিত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ যেখানে সর্বত্র, সেখানে রক্ষণশীল ভুমিকা না রেখে ষড়যন্ত্রকারী প্রতিপক্ষের পক্ষনিয়ে টাকার বিনিময়ে পক্ষপাত মুলক আচারন, ওয়ারেন্টভুক্ত আসামীদের সতর্কবার্তা সহ মামলার চার্জশিটে প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন কপিলমুনি ফাঁড়ির কর্মরত দারোগা এস আই আব্দুল আলীম। তিনি বলেন, এস আই আলিম কর্তৃক দুর্বল চার্জশিট দাখিলের কারনে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও সুবিচার ব্যবস্থা নিয়ে চরম হতাশায় উদ্বিগ্ন হয়ে পড়েছি।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, গত ২ এপ্রিল তারিখে আমার উত্তর সলুয়া মৌজায় বি আর এস ৬৪, ১৬৪ খতিয়ানে ৬৭, ৬৮ দাগের ৮৪ শতক জমির মধ্যে আমার প্রাপ্য ৪০ শতক জমিতে প্রতিপক্ষ অহেদ আলী গং জবর দখল করে সেখানে ঘেরাবেড়া দেওয়ার সময় আমি সহ জমির অন্য শরীকগন বাধা প্রদান করতে গেলে প্রতিপক্ষ অহেদ গংরা পুর্বপরিকল্পিত ভাবে ঘেরাবেড়ার কাজে ব্যবহৃত দা, সাবল, কাচি, লাঠি নিয়ে আমিসহ শরীকদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে সহ অন্যান্নদের রক্তাক্ত জখম করে। এক পর্যায় আমাদেরকে উদ্ধার করে পাইকগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরন করেন।
যা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্ট ঘটনা প্রমান করে। সেখানে জখমী দুইজনের মাথায় ও হাতে দেড়ইঞ্চি/হাফইঞ্চি, এক ইঞ্চি/ হাফ ইঞ্চি এবং অপরটা ৩ইঞ্চি/ হাফ ইঞ্চি/ হাফ ইঞ্চি কথা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই আলিম সেখানে মামলার চার্জশিটে এমসি রিপোর্ট পর্যালোচনা না করে মোটা অংকের টাকার বিনিময়ে আমার প্রতিপক্ষদের নামে জি আর ৫৮/২২ নং মামলায় যেনতেন দায়সারা চার্জশিট দাখিল করেন। যাতেকরে মামলায় সুবিচার থেকে বঞ্চিত হই। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আমার প্রতিপক্ষকে বাঁচাতে এমন চার্জশিট দাখিল করেছেন সংশ্লিষ্ট তদন্তকর্তা।
তিনি আরো বলেন, আজ আমি বিচার প্রত্যাশী এক অসহায় নারী। আমার স্বামী মানষিকভাবে দীর্ঘদিন অসুস্থ্য। এই সুযোগে আমার প্রতিপক্ষ অহেদ গং আমার রেকর্ডীয় জমি জবর দখল করে নিচ্ছে। আর তাদের পক্ষেই প্রশাসন কাজ করে চলেছে, তাহলে আমি কার কাছে যাব, কে দেবে এই সমাধান? এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনার আলোকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied