ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার অনলাইন রেজিস্ট্রেশন কর্যক্রমের উদ্বোধন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ২:৩৬
খুলনার পাইকগাছায় কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার অনলাইন রেজিস্ট্রেশন কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দিনব্যাপী শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪২ জন ছাত্রীর অনলাইন টিকার রেজিস্ট্রেশন কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতাজ বেগম।
 
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, চিকিৎসক শাফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকি, কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ প্রজেক্ট ম্যানেজার বুলবুল আহম্মেদ, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার নাজমুল হাসান, ইউনিয়ন ফ্যাসিলেটর আসাদুল ইসলাম, সরোজিৎ গায়েন, সুব্রত অধিকারী, সেচ্ছাসেবক দিল রওশন, রেহানা পারভিন, পিয়ারী আক্তার। 
 
কার্যক্রমের প্রজেক্ট অফিসার নাজমুল হাসান জানান, সরকারি সিদ্ধান্তে ইতোমধ্যে দেশের স্কুলপর্যায়ের  শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন না করে টিকা গ্রহণ করলেও তাদের টিকা সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে কোভিড-১৯  ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে সকল শিক্ষার্থীর অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করবে কেয়ার বাংলাদেশ।
 
উদ্বোধনের আগে উপজেলার গদাইপুর ইউপির মানিকতলা বাজারের পার্শে কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের কর্যক্রম সরেজমিন স্বাস্থ্য শিক্ষা সেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমসহ অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত