হাটহাজারীর ফারুক হত্যার প্রধান দুই আসামি রাবের হাতে আটক
হাটহাজারীর পাহাড়তলীর আমানবাজার এলাকায় আইপিএল খেলা নিয়ে বির্তকের জের ধরে মো. ফারুক (৩৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের বেদরড় পিটুনিতে গত ৫ এপ্রিল নিহত হন। ওই ঘটনার পর নিহতের মা সুরমা বেগম বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নামোল্লেখসহ ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। ঘটনার পর মামলার আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যান।
মামলার বিষয়টি চট্টগ্রাম র্যাব-৭-কে অবহিত করা হয়। র্যাব-৭-এর একটি অভিযানিক দল আসামিদের অবস্থান গোপনে অবহিত হয়ে মো. ফরহাদ (২১), পিতা- সৈয়দ হোসেন, সাং- দক্ষিণ পাহাড়তলী, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম এবং মো. ফয়সাল, (২২) পিতা- মৃত সেকান্দার আলী, সাং- দক্ষিণ পাহাড়তলী, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।
রাব-৭ সূত্রে জানা গেছে, নিহত মো. ফারুক একজন দিনমজুর ছিলেন। গত ৫ এপ্রিল বিকেল ৫টার দিকে ফারুক হাটহাজারী থানাধীন আমানবাজারের পশ্চিমে ফয়সালের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা দেখছিলেন। সেখানে মো. ফরহাদও খেলা দেখছিলেন। খেলার পক্ষ-বিপক্ষ নিয়ে ফরহাদের সাথে ফারুকের তর্কবির্তক হয়। তর্কবির্তকের একপর্যায়ে ৫ এপ্রিল রাত ১০টার দিকে ফারুক দোকান হতে বের হয়ে আমানবাজারের পশ্চিমে ভাড়াটিয়া ফয়সালের চায়ের দোকানের পাশে নাজিম কলোনির গলি পথে পৌঁছলে ফরহাদ (২১), ফয়সাল (২২) এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনসহ লোহার শিকল, এসএস পাইপ ও লাঠি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পিটুনি দেয়। পিটুনিতে তিনি মারাত্মক আহত হন। উপস্থিত লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা সুরমা বেগম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৫, তারিখ-০৬ এপ্রিল ২০২২ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড ১৮৬০।
ঘটনার পর হতে আইন-শৃংঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায়। এই লোহমর্ষক ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-৭, চট্টগ্রাম অত্যন্ত মানবিকতার সহিত বিষয়টি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে উক্ত মামলার ৩নং আসামি ফরহাদ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বেতুয়া বাজার পূর্ব বেতুয়া সিকদারপাড়ায় এবং ১নং আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পুরাতন কলেজ রোডসংলগ্ন অনন্তপুরে তার খালাতো ভাইয়ের ভাড়া বাসায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা উপস্থিত সাক্ষীদের সামনে খুনের বিষয়টি স্বীকার করে। মামলার এজাহারে ১১ জনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নাম উল্লেখ থাকলেও স্থানীয় তদন্তে ৩নং আসামি মো. ফরহাদ এবং ১নং আসামি মো. ফয়সাল হত্যাকাণ্ডে মূল খলনায়ক ছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েেছে।
এমএসএম / জামান