বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী গোলাম আজমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাংলাবান্ধায় জেলা পরিষদ ডাকবাংলোয় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের সঞ্চালনায় আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে উপস্থিত থেকে মরহুম গোলাম আজম সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হান্নান শেখ, চেম্বার অব কমার্সের ডিরেক্টর রেজাউল করিম শাহিন, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, আলহাজ মোজাফফর হোসেন, স্থলবন্দরের লোড-আনলোড অ্যাসোসিয়েশনের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় পঞ্চগড় চেম্বার অব কমার্স, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ ও লোড-আনলোড অ্যাসোসিয়েশনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গোলাম আজমের স্মৃতিচারণ করে ব্যক্তিত্ব, ব্যবসা ও সাংগঠনিক দক্ষতা ও অবদান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসা পরিচালনার বিষয়ে চলমান সমস্যা সমাধানে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি আব্দুল লতিফ তারিন বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য ও আগামীদের দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে যে কোনো সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ মার্চ পঞ্চগড়ে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আজমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ছিলেন।
জামান / জামান