প্রতিবন্ধী শিশু মুস্তাকিমের স্বপ্ন একটি হুইলচেয়ার
শিশু মুস্তাকিম (১২) জন্ম থেকেই প্রতিবন্ধী হাত-পা চিকন ও বাঁকা হওয়ায় হামাগুড়ি দিয়ে তার চলাফেরা। হাত দিয়ে মুখে খাবার তুলে খেতে পারে না। জন্ম থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা শিশু মুস্তাকিম। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে মানবতার মা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আহবান জানন। গতবুধবার (২৫ মে) ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্দ্যোগে যশোরের কেশবপুর উপজেলার শেখপুরা গ্রামে হতদরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করতে গিয়ে দেখা হয় রাস্তার পাশে প্লাস্টিকের চেয়ারে বসা প্রতিবন্ধী শিশু মুস্তাকিম। তার পিতা হতদরিদ্র দিনমজুর মিজানুর রহমান। তার পিতার নিকট কথা বলতেই চোখে পানি টলমল বলললেন আমি খুব গরীব মানুষ দিন আনি দিন খাই। আমার ছেলে মুস্তাকিমের বয়স এখন ১২বছর। জন্ম থেকেই প্রতিবন্ধী পাড়ার অন্য ছেলেগে মত হাটা চলা করতি পারে না। নিজি হাত দিয়ে খাতি পারে না। ওর মা নাই আমি খায়াই দি। এখন বড় হয়ে কয় গাড়ি কিনে দিতি কিন্তুু পারিনে। টাকা পয়সা নেই। আসে পাসে অনেক বড়লোক আছে তাগে কইছি কেউ দেলে না। আমি যা কাজ করে টাকা পাই তা দিয়ে কোন মতে চুলো জলে। তাই বাপ হইয়েও মুস্তাকিমের স্বপ্ন পুরণ করতি পারিনি।
আরও দেখা ও যানা গেছে, জরাজীর্ণ মাটির ঘরে তাদের বসবাস। একমাত্র উপার্যনক্ষম শিশু মুস্তাকিম পিতা কাজ করে জীবিকা নির্বাহ করে। অল্প উপার্জনে অভাব-অনাটনের মধ্যে দিয়ে সংসার চলে। জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের কাছে প্রতিবন্ধী ছেলের জন্য অসহায় পিতামাতা একটি হুইল চেয়ারের সহযোগিতা চেয়েও সেটি পাইনি, পেয়েছে শুধুই আশ্বাস। শুধুমাত্র একটি হুইল চেয়ার হলেই প্রতিবন্ধী মুস্তাকিমের জীবনের অনেকটা কষ্ট কমে যাবে। চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ারের আকুতি জানান শিশু প্রতিবন্ধী মুস্তাকিম ও তার পরিবার।
ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর নিকট একজন প্রতিবন্ধীর শিশুর জন্য মানবতার দৃষ্টিতে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করেন। আবেদনের এর ভিত্তিতে তিনি খুব দ্রুত শিশু প্রতিবন্ধী মুস্তাকিমকে একটি হুইলচেয়ার দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, শারীরিক প্রতিবন্ধী শিশু মুস্তাকিমের বিষয়টি খুবই মানবিক। খুব দ্রুত সময়ের মধ্যে তাকে একটা হুইলচেয়ার প্রদান করা হবে। প্রতিবন্ধী, অসহায় মানুষের জন্য উপজেলা প্রশাসনের এমন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত
ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১
জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ
জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা
বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ
সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত
মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক