ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ বিকাল ৫:৩২

নিজের শরীরে আগুন দিয়ে বেছে নিলেন আত্মহত্যার পথ বেছে নিলেন এক আমেরিকা প্রবাসীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫)   সকাল ১১ টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জুরী গ্রামে নিজ ভবনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।

জানাগেছে, ঝর্ণা বেগম তার বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) কে নিয়ে বাড়িতে থাকতেন। ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) পাশ্বর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশি শাওন বলেন, সকাল আনুমানিক ১১ টার দিকে কাকির (ঝর্ণা বেগম) রুম থেকে ধুয়া বের হচ্ছিল। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় রুমের জানালার গ্লাস ভেঙ্গে দেখি শুধু ধোয়া বের হচ্ছে সাথে শরীর পোড়া গন্ধ। পরে আশেপাশের লোক ডেকে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখি পুরো শরীর পুড়ে গেছে ফ্লোরে লেপ্টে রয়েছে। 

কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের বোতল ও গ্যাস লাইট জব্দ করেছে। ঝর্ণা বেগমের বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) বলেন, বাবা প্রায় ১০ বছর ধরে আমেরিকায় আছেন। গতবছর সর্বশেষ বাড়িতে এসেছিলেন। মা, আমি ও ছোট ভাই ইউসুফ তালুকদার (১০) পাসপোর্ট বাবা নিয়ে গেছেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি। আর কিছুদিন লাগবে শেষ হতে। এরপরই আমাদের আমেরিকায় চলে যাওয়ার কথা। সেখানে বাবা ছাড়াও ৩ চাচা ও ১ ফুফু তাদের পরিবার নিয়ে থাকেন। মা কেন যে এমনটা করলো আমরা বুঝতে পারছি না। 
ঝর্ণা বেগমের প্রতিবেশী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার বলেন, ঝর্ণা বেগম একজন পর্দানশীল নারী ছিলেন। এলাকায় সকলের বিপদে আপদে সহযোগিতা করতেন। ঝর্ণা বেগমের স্বামী, দেবর, ভাসুর, ননদ সকলেই পরিবারসহ দীর্ঘদিন ধরে আমেরিকায়। এই পরিবারটি সকলের কাছেই খুব প্রিয় ছিল। এমন পরিবারে এই দুর্ঘটনা বেদনদায়ক। পুরো এলাকার মানুষ শোকহত হয়ে পড়েছে। 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, দুপুরে খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শণ করি। আগুনে ঝর্ণা বেগমের শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে ও চেহারা বিকৃত হয়ে যায়। আত্মহত্যার কারন জানা যায় নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগও দেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হয়তো কোন অভিমানে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 
এ ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন

সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ

বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন

বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত

বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত

গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ