বাংলাদেশ শ্রীলংকা হবেনা, তবে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে : ফজলে হোসেন বাদশা
মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি অবিচল" স্লোগানকে ধারণ করে ১৯৮৮ সালে ৩১ মে সাম্প্রদায়িক মৌলবাদী ঘাতক জামাত-শিবিরের হাতে নির্মমভাবে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র ও তৎকালীন ছাত্র মৈত্রীর সভাপতি শহীদ জামিল আখতার রতন'র ৩৪ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা (এমপি) এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শ্রীলংকা হবেনা, তবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে, তারাই জামিল আখতার রতনের খুনী ; আর তাদের বিরুদ্ধেই ৮৮ সালে শহীদ জামিলের আত্মত্যাগ।
তিনি আরও বলেন, শহীদ জামিলের চেতনাকে ধারণ করুন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন ; মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরও বেশী ঐক্যবদ্ধ হোন ; একসাথে লড়াই করার প্রস্তুতি নিন, আমরা বিজয়ী হব। এই লড়াইয়ে প্রস্তুতির জন্যই আজকে জামিলের সমাধীর পাশে এ আহবান রাখছি।
মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শহীদ জামিল আখতার রতনের সমাধির পাশে শহীদ জামিল ব্রিগেড, রাজশাহীর আয়োজনে শহীদ জামিল ফাউন্ডেশনের সভাপতি কবি আরিফুল হক কুমার'র সভাপতিত্বে ও শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশীষ প্রামানিক দেবু'র সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা (এমপি)।
স্মরণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব কামারুল্লাহ কামা,শহীদ জামিল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল মতিন ও ছাত্র মৈত্রী মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহি।
স্মরণ সমাবেশ শেষে "শহীদ জামিল আমার চেতনা, শহীদ জামিল আমার বিশ্বাস" শান্তিতে ঘুমাও শহীদ জামিল, তোমার রেখে যাওয়া পথে, আমরা আছি অবিচল" স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রী, রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে একটি স্মরণ ও শোক পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহিদ জামিলের সমাধিতে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ, জামিল ফাউন্ডেশন, জামিল স্মৃতি সংসদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, মুক্তিযুদ্ধ পাঠাগার-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি