ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

এই সরকারের পতন হবেই হবে : মাহমুদুল হক সানু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ৪:৬

বিএনপি’র ছাত্র নেতা জগলুর রক্তের মধ্যে দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা শুরু হয়েছিল টাঙ্গাইল থেকে। তখন ষড়যন্ত্র করেও সে ক্ষমতায় থাকতে পারেনি। ইনশাআল্লাহ, আপনারা সকল নেতাকর্মীরা ঘরে বসে না থেকে আন্দোলন-সংগ্রামের জন্য রাজপথে যদি নামেন তাহলে আমি আন্তরিকতার সাথে বলতে চাই, এই সরকারের পতন হবেই হবে। আপনারা ঐক্যবৃদ্ধ থাকবেন।

শুক্রবার (০৩ মে) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলুর পরিচালনায় পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শাখা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু এসব কথা বলেন।  

তিনি বলেন, দেশে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। আর এসব বিষয় নিয়ে সরকার প্রতিদিনই মিথ্যা কথা বলেই যাচ্ছেন। তারা বর্তমানে প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় আছে। তাই আপনারা নেতা-কর্মীরা আওয়ামী লীগের সরকারের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে মানুষকে অবহিত করবেন। অতএব, আন্দোলন সংগ্রাম না করে ভীতুর মতো বসে থাকা যাবে না।

উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের উদ্দ্যেশে করে সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ভূঞাপুর-গোপালপুর উপজেলায় জাতীয় পর্যায়ে নেতা রয়েছেন। তারমধ্যে একজন সাবেক উপ-শিল্পমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও তার ভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তাই আপনারা গুরুত্¦পূর্ণ এলাকায় রয়েছেন। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে রাজপথে নামতে হবে।

এছাড়া পরামর্শ ও কর্মী সভায় উপজেলার ৬টি ইউনিয়নের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে টাঙ্গাইল জেলা সদস্য সচিব সানু আরও বলেন, আন্দোলনকে জোরদার ও সফল করার জন্য বর্তমান কমিটিকে আজ থেকে বিলুপ্ত করা হলো। যতদ্রুত সম্ভব সব ইউনিয়নের সকল ওয়ার্ডগুলোতে আহবায়ক কমিটি করার পর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট লুৎফর রহমান ভোলা, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, শাহজাহান কবির লিটন, ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভুট্টো ও পৌর বিএনিপ’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু