চন্দনাইশে সিএনজি-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম চন্দনাইশে সিএনজি ও অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষে ইউছুফ (৩০) নামে একজন নিহতসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভাস্থ দেওয়ানহাট এলাকার মিঠার বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউছুফ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রামের নুর আলমের ছেলে।
আহতরা হলেন- পুরানগড় ইউনিয়নের আব্দুল হাফেজের ছেলে আব্দুল লতিফ (৬০), হাশিমপুর এলাকার এজাহার আলীর ছেলে ফেরদাউস আলী (৩৫), সাতকানিয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে রফিক (৩০), দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার আরিফের স্ত্রী রোজী আকতার (২৫), বিওসির মোড় এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাবু (২১), চন্দনাইশ মোজাহেরপাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে আজিজ (২১)।
খবর পেয়ে দোহাজারী হইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এমএসএম / জামান