আ’লীগ নেতার নামে মামলা, ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের নামে সংবাদ প্রকাশ এবং মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) বেলা ১১টায় উপজেলার রামদিয়া-ঘৃতকান্দি সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ শত শত নারী-পুরুষ অংশ নেন।
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, যুবলীগ নেতা আমিরুজ্জামান মিয়া, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, ইমরুল হাসান মিয়া, মাসুদ রানা, জাহিদুল মিয়া, রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
পরে একই স্থানে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন। এ সময় তিনি বলেন, একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে আমাকে জড়িয়ে ও আমার ছবি ব্যবহার করে কতিপয় সাংবাদিকের কাছে ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করেছে। কানন বালা গাইন নামে এক হিন্দু নারীকে প্রভাবিত করে আমার নামে মিথ্যা মামলা করিয়েছে। কিন্তু আদৌ ওই নারীর সাথে আমার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বা বিরোধ নেই। সরকারি কলেজের জমি নিয়ে কলেজের সাথে তার বিরোধ। সেখানে আমাকে অহেতুক মামলায় জড়িয়ে মানহানি ও হয়রানি করার চেষ্টা করছেন ওই নারী। আমি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরো বলেন, আমি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। তারপর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি এবং জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আপনারা আরেো জানেন যে, দলের দুর্দিনে দলের পাশে থেকে সংকট মোকাবেলা ও নানা প্রতিকূলতার মাঝে সংগ্রাম করেছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে কোনো ধরনের বদনাম নেই। আমার কোনো লাঠিয়াল বাহিনী নেই।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের নামে করা মামলা দ্রুত প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন
Link Copied