ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন আর নেই


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:৫০
রাজধানীর আজগর আলী হসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাজী আক্তার হোসেন (৪২)। গতকাল শনিবার (৪ জুন) বেলা ১১টার দিকে আজগর আলী হাসপাতালের আইসিইউতে দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। হাজী আক্তার হোসেনের ছোট ভাই সৈকত হোসেন বাবু এ তথ্য  নিশ্চিত করেছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মে দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নিজ গ্রামের বাড়ি গজারিয়া উপজেলার হোসেন্দী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে ঢাকামুখী একটি গাড়ির ধাক্কায় তাকে বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন হাজী আক্তার হোসেন। পরে তাকে আশংকাজনক অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে তার নিজ গ্রামে লাশ নিয়ে আসা হয়।
 
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী খোকন, প্রকৌশলী মামুনুর রশিদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার জুয়েল, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাছান ফরাজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, মুন্স্যীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনসহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
 
এ সময় মরহুমের মৃতদেহে সর্বস্তরের জনগণ পুষ্প অর্পন করেন। পরে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমএসএম / জামান

বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান

মোবাইল কোর্টের অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ