রাতে ইকুয়েডরের বিপক্ষে নামছে ব্রাজিল
 
                                    কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। রবিবার রাতে নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।
দেশের মাটিতে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকা মিশনটা দুর্দান্ত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় তিতের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখেন নেইমাররা। এ ম্যাচের জয়টা অবশ্য আরো বড়। দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়েছে ৪-০ গোলে।
প্রথম দুই ম্যাচে গোল না খাওয়া দলটি তৃতীয় ম্যাচের প্রথমার্ধেই কলম্বিয়ার বিপক্ষে একটি গোল খেয়ে বসে। এক সময় সবাই হয়তো ভেবেই বসেছিল- হার মেনেই মাঠ ছাড়বে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল। কিন্তু আয়োজক দেশের ফুটবলার হার মানতে নারাজ। শেষ মূহুর্তে দুই গোল দিয়ে ম্যাচটিতে জিতেছে ২-১ গোল ব্যবধানে।
এদিকে ইকুয়েডর গ্রুপপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। চলতি কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে দলটি। অবশ্য এরপর আর হারের স্বাদ পেতে হয়নি তাদের। দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর পেরুর বিপক্ষে ম্যাচটিও একই ব্যবধানেই ড্র হয়েছে।
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। তিন ম্যাচের প্রত্যেকটি জিতে এখন পর্যন্ত তাদের পয়েন্ট সংখ্যা ৯। এদিকে তিন ম্যাচে দুই ড্রতে ইকুয়েডরের সংগ্রহ ২ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের চার নম্বরে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির।
প্রীতি / প্রীতি
 
                ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
 
                অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
 
                তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
 
                সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
 
                গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
 
                প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
 
                কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
 
                ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
 
                শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
 
                এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
 
                বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
 
                অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
 
                 
                